Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ram Mandir VIP Pass: রাম মন্দিরে যাওয়ার ভিআইপি পাস চাই? এই লোভে পা দিলেই খোয়া যাবে সর্বস্ব

Updated :  Saturday, January 13, 2024 11:11 AM

বর্তমানে সারা ভারত বর্ষ জুড়ে চলছে আনন্দ উৎসব। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চলছে জোরদার আয়োজন। অযোধ্যা নগরী সেজে উঠেছে রঙিন আলোর ফুলঝুড়িতে। সারাদেশ এখন তাকিয়ে রয়েছে ভারতের অন্যতম বৃহৎ মন্দির তথা প্রভু রামের মন্দির উদ্বোধনের দিকে। প্রভু রামের ভক্তদের রাতের ঘুম যেন উড়ে গেছে। নিজের গৃহে প্রত্যাবর্তন করবেন প্রভু রাম, এ যেন স্বপ্নের অতীত তার ভক্তদের জন্য।

আগামী ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রীর নরেন্দ্র দামোদরদাস মোদির হাতে উদ্বোধন হবে প্রভু শ্রী রামের ভোব্য মন্দির। বর্তমানে অযোধ্যা ধামে চলছে শেষ পর্বের প্রস্তুতি। আর এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে ইতিমধ্যে অযোধ্যা ধামে পৌঁছাতে শুরু করেছেন প্রভু শ্রী রামের ভক্তরা। এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভুর মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যায় প্রায় ৪০ লক্ষ লোকের সমগম ঘটবে।

সারা ভারতজুড়ে এত আয়োজন আর সেখানে স্ক্যাম থাকবে না তা কি হয়। প্রভু শ্রী রামের ভক্তরা বর্তমানে অপেক্ষা করে রয়েছেন একটি ভিআইপি পাসের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর যেন চোখের সামনে মন্দির উদ্বোধন হতে দেখতে পারেন তার জন্য অপেক্ষা করে রয়েছেন লাখ লাখ ভক্তরা। আর এই সুযোগটি কাজে লাগিয়ে একদল লোক বিশেষভাবে স্ক্যাম করছেন। বিশেষ এই ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।

প্রাথমিক ভাবে একটি APK (অ্যান্ড্রয়ে়ড অ্যাপ্লিকেশন প্যাকেজ) ফাইল আসছে মেসেজে ‘Ram Janmabhoomi Grihsampark Abhiyan.APK’। যেখানে বলা হচ্ছে, প্রভু শ্রী রামের মন্দির উদ্বোধনের ভিআইপি পাস পেতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং লিঙ্কটি ফরওয়ার্ড করুন। সাধারণ মানুষ বিনামূল্যে এই অফার পেয়ে কোন কিছু না ভেবে সরাসরি লিংকে ক্লিক করছেন এবং লিঙ্কটি ফরওয়ার্ড করছেন তার বন্ধুদের সাথে। আর এই ফাঁদে পা দিয়েই সর্বস্ব হারাচ্ছেন অনেকেই।

মূলত এই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত তথ্য পৌঁছে যাচ্ছে জালিয়াতিদের হাতে। এছাড়া আপনার ফোনে অ্যাক্সেসও চলে যাচ্ছে তাদের হাতে। যে কারণে তারা চাইলে আপনার ফোনের ক্যামেরা, মাইক্রোফোন এমন কি ফটোগ্যালারীও নিজেদের মত ব্যবহার করতে পারছেন। এছাড়া মোবাইল নম্বরের সাথে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করতেও সময় লাগছে না এই দলের।