খেলাক্রিকেট

Babar Azam & Virat Kohli: T20-তে ইতিহাস লিখলেন বাবর আজম, ছুঁলেন কোহলির অবিশ্বাস্য রেকর্ড

বিরাট কোহলির রেকর্ডগুলি একমাত্র পাক অধিনায়ক বাবর আজম স্পর্শ করতে পারবেন!

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সাথে সর্বদা পাক্ অধিনায়ক বাবর আজমের তুলনা হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। একাধিক মাধ্যমে দাবি করা হয়, বিরাট কোহলির রেকর্ডগুলি একমাত্র পাক অধিনায়ক বাবর আজম স্পর্শ করতে পারবেন। তবে অনেক ক্রিকেট প্রেমী মনে করেন, বিরাট কোহলির রেকর্ডগুলি কখনোই ভাঙতে পারবেন না বাবর আজম।

তবে এদিন পাক অধিনায়ক বাবর আজম বিরাট কোহলির রেকর্ড ভাঙতে না পারলেও তার সমকক্ষে পৌঁছেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলির একটি রেকর্ড স্পর্শ করেছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরাট কোহলি ৮১ ইনিংস খেলে ব্যক্তিগত ৩০০০ রানের গণ্ডি পার করেছিলেন। তিনি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম ৩০০০ রানের গণ্ডি স্পর্শ করা ব্যাটসম্যান। এবার কোহলির সেই রেকর্ড স্পর্শ করলেন পাক অধিনায়ক।

অস্ট্রেলিয়ার সাথে চলমানরত ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যক্তিগত ৩০০০ রান সম্পূর্ণ করেছেন বাবর আজম। এর সাথে সাথে পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মহান কৃতিত্ব অর্জন করেছেন। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে এই মহান কৃতিত্ব অর্জন করতে তিনিও বিরাট কোহলির মত ৮১ ইনিংস খরচ করেছেন। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ষষ্ঠ ম্যাচে ৫৯ বলে ৮৭ রানের ইনিংস খেলে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করেছেন।

ইতিপূর্বে ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বর্তমানে, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বাধিক রান করার রেকর্ড রোহিত শর্মার দখলে। তিনি এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৬৯৪ রান সংগ্রহ করেছেন।

এক নজরে দেখে নিন, কারা কত ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন-

১. বিরাট কোহলি- ৮১ ইনিংস
২. বাবর আজম- ৮১ ইনিংস
৩. মার্টিন গাপটিল- ১০১ ইনিংস
৪. রোহিত শর্মা- ১০৮ ইনিংস
৫. পল স্টার্লিং- ১১৩ ইনিংস

Related Articles

Back to top button