Babar Azam: হানি ট্র্যাপে আটকা পড়েছেন বাবর আজম! ব্যক্তিগত ছবি এবং ভিডিও ভাইরাল

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান তথা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের পারফরমেন্সের গ্রাফ বিগত কয়েক মাস ধরে নিম্নমুখী। একের পর এক ম্যাচে ব্যাট হতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। শুধু তাই নয়, ঘরের মাটিতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে পাকিস্তানি দল রীতিমতো লজ্জাজনকভাবে হেরেছে। ফলশ্রুতিতে বিভিন্ন মাধ্যমে পাক অধিনায়ক বাবর আজমের দিকে প্রশ্ন তোলা হয়েছে। এমনকি পাকিস্তানি এক সাংবাদিক বাবর আজমকে সরাসরি প্রশ্ন করেন,’আপনাকে নাকি অধিনায়কত্ব থেকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি?’

এদিকে বাবরের পারফরম্যান্স নিয়ে যখন হতাশায় ভুগছে পাকিস্তানি ক্রিকেট বোর্ড, তখনই এমন কিছু তথ্য ফাঁস হয়েছে যা রীতিমতো হতবাক করেছে পাক ক্রিকেটপ্রেমীদের। বাবর আজবের এমন কিছু গোপন ভিডিও এবং তথ্য ফাঁস হয়েছে যা দেখে কল্পনা করতে পারছেন না তার অনুরাগীরা। একটি টুইট অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে ভিডিও এবং ছবি প্রকাশ করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে, এতে যে ব্যক্তিটি দেখা যাচ্ছে তিনি হলেন বাবর আজম। আরও দাবি করা হয়েছে যে, তিনি অন্য পাকিস্তানি ক্রিকেটারের বান্ধবীর সাথে চ্যাট করছেন। এসব ছবির ক্যাপশনে লেখা আছে ‘আপনি যা করেছেন তা ফেরত পাবেন।’

বাবর আজমের এমন কর্মকাণ্ড আগুনের গতিতে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এই খবরের সত্যতা স্বীকার করেননি পাক অধিনায়ক বাবর আজম। পাশাপাশি এই পোস্ট নিয়ে কোন প্রকার মন্তব্য করেননি তিনি। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, যদি ঘটনাটির কোন সত্যতা না থাকে তবে বাবর আজমের উচিত বিষয়টি পরিষ্কার করা। উল্লেখ্য, ঘরের মাটিতে পাকিস্তানের চরম ব্যর্থতার পর পাক্ ক্রিকেট বোর্ডে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নাজাম শেঠি পিসিবি চেয়ারম্যান এবং শাহীদ আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক নিয়োজিত করেছে দলটি । পাশাপাশি দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শান মাসুদকে।