কিছুদিন আগেই নেট পাড়ায় হঠাৎ করে একটি খবর ছড়িয়ে ছিল যে, বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। আপাতত বঙ্গ রাজনীতিতে সবথেকে বড় খবর ছিল বাবুল সুপ্রিয় নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এবার সেই খবরের সম্পূর্ণ সত্যতা যাচাই করতে মাঠে নামলেন স্বয়ং বাবুল। বাবুল এদিন সকলের সম্মুখে এই পোস্ট সম্পূর্ণরূপে ভুয়া এবং তা নাকি তৃণমূলের কাজ বলে অভিযোগ জানিয়েছেন। একটি ফেসবুক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, এই সমস্ত খবর সম্পূর্ণরূপে ভুয়ো এবং তিনি এখনো বিজেপিতে রয়েছেন। তবে এই খবর ঘিরে শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে।
ভাইরাল হওয়া এই পোস্টে দেখা যাচ্ছে, এখানে একটি জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যমের টেলিকাস্ট এর একটি স্ক্রিনশট রয়েছে। এমনকি একটি ব্রেকিং নিউজে দাবি করা হয়েছিল, বিজেপি সাংসদ নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। এখানে লেখা,” তৃণমূলে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।” এই খবরের পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দলে ভাঙ্গা গড়ার খেলা চলছে। তাই এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র দলবদল এর ভাবনা বেশ কিছুটা জোরালো হয় রাজ্য রাজনীতিতে।
জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করা নিয়ে এই জল্পনা শুরু হয়। জানা গিয়েছিল, যদি জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করেন তাহলে বাবুল সুপ্রিয় দল ছাড়বেন। বাবুল বলেছিলেন, জিতেন্দ্রকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে তিনি সরাসরি বিরোধিতা করবেন। তিনি দলের নেতাদের বোঝাবেন যাতে জিতেন্দ্রকে দলে না নেওয়া হয়। সেই সময় রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিলেন, যদি জিতেন্দ্র কে বিজেপি নিজের দলে গ্রহণ করে তাহলে বাবুল সুপ্রিয় দল ছাড়বেন। সেই সময় নতুন সমীকরণ গড়তে শুরু করেছিলেন রাজনৈতিক মহলের সকলেই। পরবর্তীকালে সেই খবর সম্পূর্ণরূপে ভুল হিসেবে প্রমাণিত হয়।
তবে তারপরে, এই পোস্ট ভাইরাল হতে বাবুল সুপ্রিয়র কাছে দিনভর ফোন আসতে শুরু করে। অবশেষে, এই ভুল ভাঙাতে বাবুল সুপ্রিয়কে নিজে মাঠে নামতে হলো। আসানসোলের বিজেপি সাংসদ ফেসবুক ওয়ালে লিখে জানালেন,” আর শুনে রাখ, কঠিন শব্দে বলার জন্য মার্জনা করো, কিন্তু সত্যি হলো #TMC দলটাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি!! রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু টিভিতে এই হেডিং কখনো হতে দেব না!! ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের সাহায্যে এই #TMছিঃ সরকারকে দুর আরব সাগরে না ফেলা অবধি খোলা হাওয়ায় নিশ্বাস নিতে পারবোনা।”