Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাংলা গানে বাঙালি সাজের নাচলেন জ্যাকলিন, দেখুন সেই নাচের ভিডিও

কৌশিক পোল্ল্যে: ইদানিং করোনা ভাইরাসের খবরের, হাজারো অস্বস্তির মাঝে এ যেন খানিক মৃদুমন্দ শীতল বাতাসের মতো। বাজারে এসেছে বাদশার নতুন গান ‘গেঁন্দা ফুল’। গানের ভিডিয়োতেই রয়েছেন আইটেম বম শ্রীলঙ্কার সুন্দরী…

Avatar

কৌশিক পোল্ল্যে: ইদানিং করোনা ভাইরাসের খবরের, হাজারো অস্বস্তির মাঝে এ যেন খানিক মৃদুমন্দ শীতল বাতাসের মতো। বাজারে এসেছে বাদশার নতুন গান ‘গেঁন্দা ফুল’। গানের ভিডিয়োতেই রয়েছেন আইটেম বম শ্রীলঙ্কার সুন্দরী কন্যা।

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা গেল এক নতুন অবতারে। পরনে লাল পাড় সাদা শাড়ি, খোলা চুল, কপালে টিপ, একেবারে টিপিক্যাল বাঙালি কন্যা বেশে নিজেকে সাজিয়েছেন, এই লুকে দিব্যি মানিয়েছে একথা আর বলার অপেক্ষা রাখে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলা লোকগান ‘বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেন্ধে দিব লাল গেঁন্দা ফুল’ গানের বলিউডি রিমেক বানালেন বাদশা, সেই সঙ্গে বজায় রইল তার নিজস্ব স্টাইল, এই দুইয়ের মিশেলে এক জমজমাট উপস্থাপন বলা যেতেই পারে। সঙ্গে রইলেন পায়েল দেব। ভিডিয়োটি ইউটিউবে এখন পর্যন্ত চার মিলিয়নেরও বেশি ভিউস পেয়ে ট্রেন্ডিংলিস্টে শীর্ষস্থানে রয়েছে।

এর আগেও জ্যাকলিন একটি ভিডিও সং এ সুরজ পাঞ্চোলির বিপরীতে অভিনয় করেন, রেমো ডিসুজার পরিচালনায় সেই ‘জিএফ বিএফ’ গানটিও সুপারহিট হয়। এছাড়াও ‘বাগী 2’ সিনেমার ‘এক দো তিন’ নামক আইটেম সং এ তাকে দেখা গিয়েছে। বাদশার নতুন গানে জ্যাকলিনের বাঙালি সাজের আইটেম নাচ দেখে নিতে নীচের পোস্টটি অবশ্যই লক্ষ্য করুন।

About Author