দলবদলুদের জন্য দরজা খোলা রাখলেন মমতা! তৃণমূলে ফিরছেন শোভন বৈশাখী?
মমতার জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়
একুশের নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুর নরম করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে বেরিয়ে আসার পরে প্রত্যক্ষ রাজনীতিতে এই দু’জনকেই দেখা যায়নি অনেকদিন। কিন্তু সম্প্রতি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে শুরু করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রীতিমতো দলবদল করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহলে।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুশাসক। আমার এবং শোভনবাবুর পক্ষ থেকে ওনাকে এই বছরের নির্বাচনে জেতার জন্য অত্যন্ত অভিবাদন।” তার সঙ্গে রাজনীতিতে বিজেপির ভরাডুবির কারণ ব্যাখ্যা করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক ভাল ভাল কথা বললেন।
তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞ, শোভন বাবুর মন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি তার নিরাপত্তা তুলে নেন নি বলে বললেন বৈশাখী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের হারকে তিনি হার হিসেবে দেখছেন না বলেই তিনি বললেন। বৈশাখী বললেন, নন্দীগ্রামে গণনায় বিভ্রান্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বমোট ২৯৪ আসনে লড়াই করেছিলেন। শুধু দাঁড়িয়ে ছিলেন ১টি আসনে। নন্দীগ্রাম সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে তিনি জড়িত এবং সেই জন্য তিনি ওখানে লড়াই করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এছাড়াও তিনি যোগ করলেন, আদালত যতক্ষণ না কোনো রায় দিচ্ছে ততক্ষণ হার বা জিত নিয়ে কিছু বলা উচিত নয়। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর এহেন কথায় অনেক স্পষ্ট, আবারো তৃণমূলে ফেরার পরিকল্পনা গ্রহণ করছেন শোভন চট্টোপাধ্যায়। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেননি সরাসরিভাবে।