Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bajaj Bikes: গোপনে বাজাজ লঞ্চ করে দিল তাদের নতুন বাইক CT 125X, কম দামের মধ্যে পেয়ে যান ভালো মাইলেজ

Updated :  Saturday, May 20, 2023 5:09 PM

আজকের দিনে সবাই এমন একটি বাইক কিনতে পছন্দ করেন যে বাইকে একটি দমদার ইঞ্জিন রয়েছে এবং তার সাথেই বাইকটি ভালো মাইলেজ দিয়ে থাকে। এই বিবেচনায় এখন বাজাজ কোম্পানির নতুন বাইক BAJAJ CT 125X বাজারে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। এই কোম্পানিটি কিছুদিন আগেই এই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করার কথা ঘোষণা করে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বাইকে একাধিক উন্নত ফিচার দেওয়া হয়েছে এবং আগের তুলনায় এই বাইকটি অনেক বেশি উন্নত হবে। সূত্রের খবর, কোম্পানির এই নতুন বাইকে আপনারা স্পোর্টি লুক দেখতে পেতে চলেছেন। সহজ কথা এইবার বাজাজ আপনাকে কম দামে বেশি ফিচার দিতে চলেছে। প্রতিবেদন অনুযায়ী, এই কোম্পানিটি এই বাইক লঞ্চ করবে ভারতের সবথেকে বড় বাইক নির্মাতা কোম্পানি হিরোর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য। আপনিও যদি এই বাইকটি কেনার কথা ভাবেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক এই বাইকের কিছু ফিচার এর ব্যাপারে।

এই বাইকে আপনারা পেয়ে যাবেন ১২৪ সিসি ইঞ্জিন যা ১০.৯ পিএস শক্তি এবং ১১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকের শক্তি উৎপাদন করার ক্ষমতা অনেক বেশি হবে। অর্থাৎ বলতে গেলে এটি ছোট প্যাকেট বড় ধামাকা হতে চলেছে। এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, স্ট্যান্ড এলার্ম, ফুয়েল গেজ, ইঞ্জিন ইন্ডিকেটর, ব্যাটারি ইন্ডিকেটর, সেল্ফ স্টার্ট, এবিএস সিস্টেম, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরের মতো কিছু বৈশিষ্ট্য।

আপনাদের জানিয়ে রাখি এখনো পর্যন্ত এই বাইকটি লঞ্চ করার বিষয়ে কোম্পানির তরফ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। সূত্রের খবর অনুযায়ী এই বাইকটি জুলাই মাসে লঞ্চ করা হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বাইকটি ভারতের বাজারে লঞ্চ করা হলে এটি ১২৫ সিসি সিরিজের অন্যান্য বাইকের সাথে ভালো প্রতিযোগিতা করবে। পালসার থেকে শুরু করে রেইডার, সুপার স্প্লেন্ডারের মত বাইকের সাথে দারুন প্রতিযোগিতা করবে এই নতুন বাইক। আপনিও যদি কম দামের মধ্যে উচ্চ মাইলেজ বিশিষ্ট একটি বাইক কিনতে চান তাহলে এই বাইক আপনি কিনতে পারেন। তবে আগের বাইকের থেকে এই বাইকের দাম কিছুটা বেশি হবে। সূত্রের খবর অনুযায়ী, দেড় লক্ষ টাকার কাছাকাছি এই বাইকের দাম হতে পারে।