Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দাম কমেছে Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারের, জেনে নিন স্কুটারের ফিচার ও ইএমআই স্কিম

Updated :  Monday, September 25, 2023 8:41 AM

ভারতে বাজেট মূল্যের বাইকের বাজার আজকাল ব্যাপক চাহিদায় রয়েছে। বেশ কয়েকটি কোম্পানি প্রায় কিছুদিন অন্তর অন্তর বাজেট মূল্যের ব্যাপক বাইক সামনে আনছে। তবে এই মার্কেটে একাধিপত্ব বিস্তার করে রেখেছিল হিরো কোম্পানির একটি বাইক। তবে এই দৌড়ে পিছিয়ে নেই বাজাজ কোম্পানিও। তাদের লিজেন্ডারি স্কুটার Bajaj Chetak এবার ইলেকট্রিক ভার্সনে লঞ্চ হবে। বহু বছর পর কোম্পানি এটিকে বৈদ্যুতিক অবতারে লঞ্চ করেছে।

এই নতুন Bajaj Chetak ইলেকট্রিক স্কুটারে ৩৮০০ ওয়াট পাওয়ারের BLDC হাব মোটর ৩ kwh লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এই মোটর ও ব্যাটারি মিলিয়ে ৪kw পিক পাওয়ার ও ১৬ Nm টর্ক জেনারেট করে। এরফলে বাজাজ চেতক ঘণ্টায় ৬৩ কিমি গতিতে দৌড়াতে পারে। এই স্কুটার সম্পূর্ণ চার্জ করতে ৫ ঘণ্টা সময় লাগবে। একবার চার্জ করলে এই স্কুটার ৯০ কিমি চলবে। এতে থাকবে অনেক অত্যাধুনিক ফিচার। এতে রয়েছে ইউএসবি চার্জার, এলইডি লাইট, রিমোট আনলক অ্যান্ড স্টার্ট, ডিআরএল লাইট, অ্যালয় হুইলস, ডিস্ক ব্রেক, টেলিস্কোপিক সাসপেনশন, টিউবলেস টায়ার এবং একটি ফাস্ট চার্জার।

এই ইলেকট্রিক স্কুটারের দাম ১.৩ লাখ টাকা থেকে শুরু। আপনি মাত্র ৬৪৪২ টাকা ডাউন পেমেন্ট করে এই স্কুটার বাড়ি আনতে পারবেন। তারপর পরবর্তী ৬০ মাসের জন্য প্রতি মাসে ৩০৬০ টাকা দিতে হবে। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাহলে এটি ভালো অপশন হতে পারে।