টেক বার্তা

সস্তায় আকর্ষণীয় মডেলের বাইক আনলো Bajaj সংস্থা, জানুন

Advertisement

করোনা সংক্রমণ পাবলিক ট্রান্সপোর্ট কে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে দিয়েছে। যত দিন যাচ্ছে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে সরকারের তরফ থেকে লকডাউনে কিছু শিথিলতা আনার পর বিভিন্ন পরিষেবা পুনরায় চালু হচ্ছে। ফলে সাধারণ মানুষকে কাজের কারণে বাড়ি থেকে বাইরে যেতেই হচ্ছে। এই অবস্থায় সবচেয়ে নিরাপদ উপায় হল ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা।

করোনা মহামারীর ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থায় খুবই খারাপ প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজাজ সংস্থা নিয়ে এলো খুবই সস্তার মোটরবাইক। Bajaj CT100 নামের এই বাইকটি জানুয়ারি মাসে 40,794 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে বর্তমানে এটির দাম 42,790 টাকা। জানা গিয়েছে এখনো পর্যন্ত এটিই সবচেয়ে কমদামী মোটরবাইক।

বাইকটিকে দেখতে অনেকটাই Bajaj Platina এর মত। এটিতে রয়েছে বড় হ্যালোজেন হেড ল্যাম্প, বড়ো সিট এবং বিস্তীর্ণ হ্যান্ডেল বিয়ার। এছাড়াও এটিতে কিছু সাধারণ অ্যানালগ ইন্সট্রুমেন্ট প্যানেল রয়েছে। যার মাধ্যমে স্পিড, ওডোমিটার এছাড়াও জ্বালানি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে।

Bajaj CT100 চালিত হবে 102 cc ইঞ্জিন দ্বারা যার মাধ্যমে 8 bhp এবং 8 Nm টর্ক উৎপন্ন হবে। বাইকটিতে সর্বোচ্চ গতিবেগ পাওয়া যাবে 90 km/h। 4 স্পিড গিয়ার বক্স সাথে 130 mm ফ্রন্ট এবং 110 mm রিয়ার ড্রাম ব্রেক বাইকটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে।

জানা গিয়েছে Bajaj CT100 বাইকটি দুটি মডেলে উপলব্ধ রয়েছে। CT100 কিক স্টার্ট মডেলটি 42,790 এবং Bajaj CT100 ইলেকট্রিক স্টার্ট মডেলটি 50,470 টাকায় পাওয়া যাবে। তবে সমস্ত দামগুলিই দিল্লীর পুরনো শোরুমের।

Related Articles

Back to top button