Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুই ধাপ এগিয়ে বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে Bajaj, দেখে নিন দাম এবং বৈশিষ্ট্য

Updated :  Saturday, December 30, 2023 2:49 PM

গেল কয়েক বছরে ভারতের বাজারে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক বাইক কিংবা স্কুটারের। মূলত, জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে সাধারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ইলেকট্রিক গাড়ি ক্রয় করার দিকে মনোনিবেশ করছেন। আর সাধারণ মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে চিরাচরিত কোম্পানিগুলি নিজেদের পেট্রোল চালিত বাইক কিংবা স্কুটার নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক সেগমেন্টে অথবা স্কুটার নির্মাণের দিকেও মনোনিবেশ করেছে। এ কথা বলা যেতেই পারে, অটোপাস নির্মাণে ভারত এখন বিশ্বগুরু হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।

ভারতের বাজারে একাধিক কোম্পানি নিজেদের সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করলেও এবার সমস্ত কোম্পানিকে পেছনে ফেলে বেশ কয়েক ধাপ এগিয়ে যেতে চলেছে গাড়ি নির্মাণ সংস্থা বাজাজ। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের পর সর্বাধুনিক ইলেকট্রিক স্কুটার Vector খুব শীঘ্রই লঞ্চ করা হবে বিশ্ব বাজারে। উল্লেখ্য, বাজাজের সহযোগী সংস্থা হাস্কভার্না (Husqvarna) পূর্বে Vector নামের একটি কনসেপ্ট স্কুটারের ঝলক দেখিয়েছিল। যা বর্তমানে বাস্তবে পরিণত হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে।

তবে গাড়িটি কবে নাগাদ ভারতের বাজারে লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি গাড়ি নির্মাণ এই সংস্থাটি। পাশাপাশি, নতুন এই ইলেকট্রিক স্কুটারের দাম এবং অত্যাধুনিক বৈশিষ্ট্য নিয়েও কোনরকম তথ্য প্রকাশ করেনি বাজাজ। বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছরের মাঝামাঝি সময়ে বিশ্ববাজারে নতুন কনসেপ্টের এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে বাজাজ বলে মনে করা হচ্ছে। তবে আপনি বর্তমান সময়ে একটি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে চাইলে বাজাজ চেতক রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। উল্লেখ্য, ১১৩ কিলোমিটার মাইলেজ দেওয়া এই ইলেকট্রিক স্কুটারের বর্তমান বাজার মূল্য ১.১৫ লাখ টাকার কাছাকাছি।