Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bajaj platina: নতুন স্পোর্টি ডিজাইনে বাজারে আসছে নতুন প্লাটিনা বাইক, পাবেন সস্তা দামে আকর্ষণীয় ফিচার

Updated :  Saturday, January 7, 2023 1:46 PM

Bajaj platina : নতুন ডিজাইনের এবং নতুন লুকে ভারতে আবারো লঞ্চ হচ্ছে মাইলেজের রাজা বাজাজ প্লাটিনা। হিরো এবং হোন্ডা কোম্পানির সমস্ত বাইক কার্যত এই বাইকের সামনে একেবারে ফিকে। বাজাজের এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন দারুন মাইলেজ এবং সঙ্গেই লেটেস্ট ডিজাইন এবং স্পেসিফিকেশন। দুর্দান্ত ফিচার এবং দমদার ইঞ্জিন নিয়ে খুব শীঘ্রই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে বাজাজ প্লাটিনা এর একেবারে নতুন মডেল। তার সাথেই জানিয়ে রাখি, এই নতুন বাইকে থাকবে ১১৫ সিসি ইঞ্জিন। দামের দিক থেকেও এই বাইকটি আকর্ষণীয়। তবে, তবুও যদি এই বাইকের দাম আপনার বেশি মনে হয়, তাহলে আপনি মিনিমাম ডাউনপেমেন্ট দিয়ে এই বাইকটি নিজের করে নিতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন ৪ স্ট্রোক ১১৫ সিসি ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৮.৬ পিএস পাওয়ার এবং ৯.৯ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এছাড়াও এই বাইকে আপনারা পেয়ে যাবেন ৫ স্পিড অত্যাধুনিক গিয়ার বক্স। এই বাইকে আপনারা পেয়ে যাবেন সামনের জায়গায় ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক। এছাড়াও এই বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম দেওয়া হয়েছে। ARAI দ্বারা নির্দেশিত সমীক্ষায় জানা গিয়েছে এই বাইক এক লিটার পেট্রোলে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

দামের ব্যাপারে বলতে গেলে, এই বাইকের ডিস্ক ব্রেক ইলেকট্রিক স্টার্ট ভেরিয়েন্ট এর দাম ৬৯,২১৬ টাকা। এই বাইক কিনলে আপনার অন রোড প্রাইস পড়বে ৮৩,৬৬৭ টাকা। বাজাজ কোম্পানির এই নতুন বাইক আপনি কিনতে পারবেন দুটি অপশনে। প্রথমটি হল একেবারে সম্পূর্ণ পেমেন্ট করে, যার জন্য আপনার ৮৫ হাজার টাকা লাগবে। দ্বিতীয়টি হল ফাইন্যান্স মাধ্যমে। ফাইনান্সের জন্য আপনার ৮ হাজার টাকা অতিরিক্ত লাগবে। এর জন্য আপনাকে কিছু টাকা ডাউন পেমেন্ট করে আপনার ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে হবে। এই ঋণ পেলে আপনি সহজেই এই বাইক কিনতে পারবেন।