নতুন আপডেটেড Bajaj CT100 লঞ্চ হচ্ছে ভারতীয় মার্কেটে, মাইলেজ পাবেন ৮০ kmpl, জানুন বিস্তারিত
বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। বাজাজ, ভারতের জনপ্রিয় দ্বিচাকা বাহন নির্মাতা, শীঘ্রই তাদের জনপ্রিয় মডেল Bajaj CT 100-এর একটি নতুন সংস্করণ বাজারে আনতে চলেছে। এই নতুন বাইকটি আধুনিক ফিচার এবং অসাধারণ মাইলেজ দিয়ে সজ্জিত হবে।
আপডেটেড Bajaj CT100 বাইকের স্পেসিফিকেশন
Bajaj CT100 এর এই নতুন মডেলটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ইউএসবি চার্জিংয়ের মতো আধুনিক ফিচার থাকবে। এছাড়াও, নিরাপত্তার দিক থেকে উন্নতি করতে উভয় চাকায় ডিস্ক ব্রেক এবং এবিএস সিস্টেম যুক্ত করা হবে। বাইকটির ডিজাইনও আগের চেয়ে আরও আকর্ষণীয় হবে এবং এটি বিভিন্ন রঙে উপলব্ধ হবে।পারফরম্যান্সের ক্ষেত্রে, বাইকের নতুন মডেলটিতে ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিনটি চমৎকার পারফরম্যান্সের পাশাপাশি প্রতি লিটারে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এছাড়াও, বাইকটিতে ৫ স্পিড গিয়ারবক্স থাকবে।
Bajaj CT100-এর দাম
দামের কথা বললে, Bajaj CT100-এর এই নতুন মডেলটির দাম প্রায় এক লক্ষ টাকা হতে পারে। তবে, কোম্পানি এখনও দামের বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি।সার্বিকভাবে বলতে গেলে, বাইকের এই নতুন মডেলটি বাজারে একটা বড় ধাক্কা দেবে। আধুনিক ফিচার, অসাধারণ মাইলেজ এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে এই বাইকটি যুবকদের কাছে খুবই জনপ্রিয় হবে।