ক্রিকেটখেলা

নবম বারের চেষ্টায় ভারতকে হারালো বাংলাদেশ

Advertisement
দিল্লিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ। এর আগে আটবার দুটি দলের সাক্ষাৎ হয়েছে প্রত্যেকটি ম্যাচ ভারত জিতে নেই। কয়েকটি ম্যাচে খুব কাছাকাছি আসলেও জয়ের দোরগোড়ায় পৌঁছাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১ রানে ভারতের কাছে হারে তারা এবং শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির ফাইনালে দীনেশ কার্তিকের এক অবিশ্বাস্য ইনিংস হারিয়ে দেয় তাদের। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত নির্দিষ্ট ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে সক্ষম হয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশকে সেরকম ভাবে চাপের মুখে পড়তে হয়নি ভারতীয় বোলারদের কাছে। সৌম্য সরকারের ৩৯ এবং মুশফিকুর রহিমের ৬০ রানের উপর ভর করে তিন বল বাকি থাকতেই এই ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

Related Articles

Back to top button