Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BAN Vs AFG: ৮৯ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেলো বাংলাদেশ! টাইগারদের মাথায় বিশ্ব রেকর্ড

Updated :  Sunday, June 18, 2023 11:20 AM

টেস্ট ক্রিকেটে ২ দশকের বেশি সময় ধরে পদচারণা করলেও আজ পর্যন্ত সার্থকভাবে ক্রিকেট খেলার কোন রেকর্ড অর্জন করতে পারেনি বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বাধিক রানের ব্যবধানে জয়ের এক অনন্য রেকর্ড গড়েছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ম্যাচে ৫৪৬ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সোনালী অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশ।

শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, মিরপুরের জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাসের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে বিস্ময়কর এই রেকর্ড গড়ে বাংলাদেশ। ইতিপূর্বে টেস্ট ক্রিকেটে ইতিহাসের সর্বাধিক ব্যবধানে জয়লাভ করার রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। তারা ১৯২৮ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ৬৭৫ রানে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৯৩৪ সালে ইংল্যান্ডকেই হারিয়েছিল ৫৬২ রানে। আর এবার ৮৯ বছর পর বাংলাদেশ ৫৪৬ রানের ব্যবধানে আফগানিস্তানকে পরাজিত করে এই তালিকায় নিজেদের নাম লিখলো তৃতীয় স্থানে।

যদি ম্যাচের কথা বলি, তবে বাংলাদেশ এদিন দুই ইনিংস মিলিয়ে যথাক্রমে ৩৮২ রান এবং ৪ উইকেটের বিনিময়ে ৪২৫ রান করে। যার জবাবে আফগানিস্তানের দু’ইনিংসে যথাক্রমে ১৪৬ এবং ১১৫ রান করে। আমরা আপনাদের জানিয়ে রাখি, মিরপুরের ২২ গজে আফগানদের মোট রানের থেকে একাই ৯ রান বেশি করেছেন বাংলাদেশের সমালোচিত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত! তিনি প্রথম ইনিংসে করেন ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান। যা আফগানিস্তানের দুই ইনিংস মিলিয়ে মোট রানের চেয়েও ৯ রান বেশি।