T20 বিশ্বকাপের আগেই দুঃসংবাদ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশি তারকা ক্রিকেটার

বিগত এক বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলমানরত এশিয়া কাপেও তার ব্যতিক্রম ঘটেনি। চির পরিচিত ছন্দ হারিয়ে বাংলাদেশের ক্রিকেট যেন এক উদীয়মান…

Avatar

বিগত এক বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলমানরত এশিয়া কাপেও তার ব্যতিক্রম ঘটেনি। চির পরিচিত ছন্দ হারিয়ে বাংলাদেশের ক্রিকেট যেন এক উদীয়মান তরুণ দল। এশিয়া কাপের মেগা আসরে গ্রুপ পর্যায়ের একটি ম্যাচেও জিততে না পেরে দেশে ফিরেছে টাইগাররা। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে বিশাল ব্যবধানে হেরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে সাকিব আল হাসানের টাইগার বাহিনী। আর এরই মধ্যে বাংলাদেশের জন্য দুঃখজনক খবর দিলেন তারকা ব্যাটসম্যান উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

এশিয়া কাপে ব্যাট হাতে চরম ব্যর্থতার পর দেশে ফিরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই তারকা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে তার অবসর ঘোষণা বাংলাদেশের ক্রিকেটের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এদিকে এশিয়া কাপে যে দুটি ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছিলেন সেখানে ব্যাট হাতে ব্যক্তিগত ১ এবং ৪ রান সংগ্রহ করেছিলেন। তাছাড়া গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তিনি। শ্রীলংকার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে সহজ ক্যাচ মিস করে দলকে পরাজয়ের মুখে ঠেলে দিয়েছিলেন তিনি। আর তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বক্ষণ সমালোচিত হচ্ছেন এই তারকা ব্যাটসম্যান।

T20 বিশ্বকাপের আগেই দুঃসংবাদ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশি তারকা ক্রিকেটার

অবশেষে এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা করেছেন মুশফিকুর রহিম। নিজের অবসর প্রসঙ্গে ফেসবুকে তিনি লিখেছেন, “সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে আমি আপনাদেরকে সর্বদা পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি দেশের জন্য আরো কিছু করতে পারবো। তাছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।”