টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ নিয়োগের ব্যাপারে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের সাক্ষাৎকার নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এর আগে খবর বেরিয়েছিল যে গৌতম গম্ভীর বিসিসিআইয়ের কাছে কিছু শর্ত রেখেছিলেন, যা বিসিসিআইও নাকি মেনে নিয়েছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রশ্ন ছিল, সাক্ষাৎকারে বিসিসিআই গৌতম গম্ভীরকে কী কী প্রশ্ন করেছে?
বিসিসিআইয়ের নজর গৌতম গম্ভীরের দিকে
আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করছিলেন গৌতম গম্ভীর। তাঁর তত্ত্বাবধানে এবারও খেতাব দখল করেছে কেকেআর। তারপর থেকেই বিসিসিআইয়ের নজর গৌতম গম্ভীরের দিকে। টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বিসিসিআইয়ের প্রথম পছন্দ গম্ভীর। একই সঙ্গে অনেক প্রাক্তন ক্রিকেটারও বলেছেন, টিম ইন্ডিয়ার হেড কোচ পদের জন্য সেরা প্রার্থী গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও গম্ভীরকে সমর্থন করেছেন।
দ্রাবিড়ের মেয়াদও শেষ হবে
এই মুহূর্তে কুড়ি বিশের বিশ্বকাপে খেলছে টিম ইন্ডিয়া। বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। এরপর জিম্বাবোয়ে সফরে যাবে টিম ইন্ডিয়া। এই সফরে থাকতে পারেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।
The new era of Indian Cricket begins under Gautam Gambhir : Gautam Gambhir has put forward a few demands to the BCCI for the head coach position, including full command of the team , separate teams for white ball and red ball . The apex cricket board has agreed to all these… pic.twitter.com/odlxC7uo3e
— Chinmay Shah (@chinmayshah28) June 18, 2024
রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের তরফে গৌতম গম্ভীরকে এই তিনটি প্রশ্ন করা হয়েছে:-
১. ভারতীয় দলের কোচিং স্টাফ নিয়ে কী ভাবছেন?
২. দলের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অনেক পুরোনো খেলোয়াড় আছেন, কোন পরিবর্তন হলে সেটা কীভাবে সামলানো হবে?
৩. গত বেশ কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফি জিততে না পারার বিষয়ে কী মত?