আসন্ন ২০২৩ বিশ্বকাপের জ্বরে এখন জর্জরিত গোটা ক্রিকেট বিশ্ব। আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। ইতিমধ্যে বিশ্বকাপের সময়সূচি এবং ম্যাচ সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে, ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপের মেগা আসর শুরু হয়ে ৩রা নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের উৎসব।
তবে এদিকে বিশ্বকাপের গণ্ডি ছাড়িয়ে ঘরোয়া লিগে ভারতীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গেছে, আগামী ৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে এই বিষয়ে গুরুত্বপূর্ণ মিটিং বসতে চলেছে। সেই মিটিংয়েই এই বিষয়ে পর্যালোচনা করা হবে।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী কোন ভারতীয় কোন ক্রিকেটার শুধুমাত্র আইপিএল ছাড়া বিদেশী কোন লিগে অংশগ্রহণ করতে পারেন না। এমনকি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও বিদেশী লিগে অংশগ্রহণের সুযোগ নেই তাদের। শুধু তাই নয়, যে সমস্ত ভারতীয় ক্রিকেটার শুধুমাত্র আইপিএল খেলে থাকেন, তারাও ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কঠোর নিয়মের অধীনে থাকেন।
অর্থাৎ ভারতের কোন প্রকার ক্রিকেটের সাথে সরাসরি সংযুক্ত কোন ক্রিকেটার বিদেশি প্রিমিয়ার লিগ খেলতে পারেন না। জানা যাচ্ছে, এই বিষয়ে ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধা নিষেধ শিথিল করার উদ্দেশ্যে অ্যাপেক্স কাউন্সিলে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা মনে করছেন, বিদেশি প্রিমিয়ার লিগ খেলার জন্য অনেক ক্রিকেটার সময়ের আগেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। ফলে দেশের ট্যালেন্ট সময়ের আগেই অতল গহব্বরে হারিয়ে যাচ্ছে।