Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঐতিহাসিক ম্যাচের আগে গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠলো ইডেন ও তিলোত্তমা

Updated :  Monday, November 18, 2019 4:13 PM

তড়িৎ ঘোষ : ঐতিহাসিক ইডেন টেস্ট শুরু হওয়ার আগে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। তাই এই ম্যাচ কে স্মরণীয় করে রাখার জন্য অত্যন্ত ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি কর্তৃপক্ষ। বলতে গেলে খাওয়া পরার সময় নেই এখন তাদের। ইডেনের পাশাপাশি তিলোত্তমা কলকাতাও যেন এখন গোলাপি জ্বরে ভুগছে। তিলোত্তমার গায়ে চেপেছে গোলাপি আলোর চাদর।

রবিবারই ইডেন গোলাপি আলোয় ভরে ওঠে। ইডেনে প্রবেশের ভিভিআইপি গেট ও সংলগ্ন ক্লাব হাউস চত্বর গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠে। এছাড়াও ইডেনের দেওয়াল সেজে উঠেছে হাতে আঁকা গ্রাফিক চিত্রে । ২০১৭ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের আগে ইডেনের মূল গেটের সামনের অংশ সেজে উঠেছিল গ্রাফিক চিত্র, এবার সাজলো দুদিকের দেওয়াল।

ইডেনের পাশ দিয়েই বয়ে চলেছে গঙ্গা। গঙ্গার বাবুঘাট ও সংলগ্ন চাঁদপাল ঘাটে লঞ্চ গুলিকেও গোলাপি আলোয় মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও ময়দানের মেসার্স ক্লাব গোলাপি আলোয় সেজে উঠেছে। কলকাতার আরও কয়েকটি পার্ক ও অনেকগুলি বহুতল গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে।