বিদেশ বিভূঁইয়ের সেরা জায়গা নয়, মঙ্গলে জমি কিনছেন এক বাঙালি! এমনও সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন ক্যালিফোর্নিয়া নয়, লাস ভেগাস নয়, সুইজারল্যান্ড নয়, একেবারে মঙ্গলের মাটিতে জমি কিনে বসলেন শ্রীরামপুরের বাসিন্দা শৌণক দাস। ভিনগ্রহে জমি কেনার পর তাঁর প্রাথমিক প্রতিক্রিয়া, “সস্তায় পেলাম, তাই কিনলাম।
জানা গিয়েছে, শ্রীরামপুরের বাসিন্দা শৌণক সদ্য বিবাহিত। তাঁর বন্ধুমহলে একটা প্রশ্ন খুব ঘুরছে, তাহলে কি নতুন বউ নিয়ে একেবারে মঙ্গলের মাটিতে সংসার পাতবেন শৌণক?
এনিয়ে শৌণক বলছেন, “বিজ্ঞান যে গতিতে এগোচ্ছে তাতে ভবিষ্যতে মঙ্গলে মানুষের বসবাস মোটেও আশ্চর্যজনক ব্যাপার নয়। মানুষ মঙ্গলে গিয়ে বাস করতেই পারে।” ইতিমধ্যে মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে শৌণকের নাম সহ একটি চিপ নাসার রকেটে চেপে।
একটি বেসরকারি সংস্থায় কর্মরত শৌণক জানান, মঙ্গলে জমি কিনতে তাঁর মোট খরচ হয়েছে মাত্র 3000 টাকা। মঙ্গলের ঠিক কোথায় তাঁর জমি রয়েছে, দ্রাঘিমা অক্ষাংশ মেপে যাবতীয় তথ্য তার হাতে এসে পৌঁছেছে। তিনি তাঁর জমির দলিল হাতে পেয়েছেন।
এনিয়ে শৌণক বলেন, “সম্ভবত আমি প্রথম বাঙালি যে মঙ্গলে জমি কিনলাম। হয়তো কোনদিন মঙ্গলে গিয়ে থাকতে পারবো না। কিন্তু মানুষকে তো বলতে পারব যে মঙ্গলে আমার জমি রয়েছে।” বর্তমানে শৌণক চন্দ্রযান-এর নকশা বানাচ্ছেন।
প্রসঙ্গত ২০২৪ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা। সেজন্য চন্দ্রযান-এর যাবতীয় মডেল তৈরীর কাজে তারা হাত দিয়েছে। লুনার টু নামে চন্দ্রযান-এর মডেল কী রকম হবে তা জানতে অনেকের কাছে মডেল চেয়ে পাঠিয়েছে নাসা। এই কাজে শামিল শৌণকও।