Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘এরপর মরে গেলেও আক্ষেপ থাকবে না’, অকপট স্বীকারোক্তি ধারাবাহিকের নেতাজির

Updated :  Thursday, January 23, 2020 8:50 AM

কৌশিক পোল্ল্যে: প্রথম আত্মপ্রকাশ জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’য়। এরপর সীমারেখা সিরিয়ালে জিৎ এর চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। কথা হচ্ছে টেলি অভিনেতা অভিষেক বসুকে নিয়ে।

গত বছর তিনি বড় ব্রেক পেলেন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য। তাও যে সে চরিত্র নয়। বাঙালির আবেগ, বাঙালির জননেতা, ও প্রানের মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রের অফার পান অভিষেক।

আরও পড়ুন : সাদা লেহেঙ্গায় হট লুকে মৌনি রায়, উত্তাল নেট দুনিয়া

মুখ্য চরিত্র হিসেবে এটিই তার প্রথম ধারাবাহিক। অভিষেক নিজে অবশ্য জানিয়েছেন। তিনি অনায়াসে হয়ত ভগৎ সিং হতে পারতেন কিন্তু নেতাজি হিসেবে তাকে কতটা মানাবে সে বিষয়ে যথেষ্ঠ দ্বিধায় ছিলেন তিনি। অবশেষে লুক টেস্টে সিলেকশন হবার তাকেই অভিনেতা হিসেবে চয়ন করা হয়।

জি বাংলায় ধারাবাহিক ‘নেতাজি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উল্লেখ্য, আজ তার জন্মদিন উপলক্ষ্যে ধারাবাহিকের আজকের পর্বে থাকছে বিশেষ চমক।

অভিষেক আরও জানান, “এই চরিত্র করার পর মরে গেলেও কোনো আক্ষেপ থাকবে না।” এরকম চরিত্রে অভিনয় করার সৌভাগ্য কজনেরই বা হয়। জনসমক্ষে নেতাজী হতে পেরেছেন, আর কী চাই