সুরজিৎ দাস: সম্প্রতি ফিফা বর্ষসেরা একাদশের জন্য সম্ভাব্যদের নিয়ে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তালিকায় স্থান পেয়েছেন সর্বমোট ৫৫ জন ফুটবলার যাদের অনেকেই খেলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে। লিগ হিসেবে আধিপত্য ইংলিশ প্রিমিয়ার লিগের আধিপত্য থাকলেও উল্লেখযোগ্য ভাবে তালিকায় লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড় রয়েছেন ১১ জন। কাতালান ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের খেলোয়াড় আছেন ৯ জন। ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় রয়েছেন সর্বোচ্চ ২১জন। আর দেশ হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে ব্রাজিলের, ১০ জন। আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষসেরা একাদশ ঘোষণা করবে ফিফা। একনজরে দেখে নেওয়া যাক বার্সেলোনা থেকে কে কে আছেন এই তালিকায় :-
১) টের স্টেগান (গোলকিপার)
২) জেরার্ড পিকে (ডিফেন্ডার)
৩) জর্ডি আলবা (ডিফেন্ডার)
৪) সার্জিও বুস্কেটস (মিডফিল্ডার)
৫) ফ্রাঙ্কি ডি জঙ্গ (মিডফিল্ডার)
৬) আর্থার মেলো (মিডফিল্ডার)
৭) ইভান রাকিতিচ (মিডফিল্ডার)
৮) আর্তুর ভিদাল (মিডফিল্ডার)
৯) আন্টোনিও গ্রিজম্যান (ফরওয়ার্ড)
১০) লুইস সুয়ারেজ (ফরওয়ার্ড)
১১) লিওনেল মেসি (ফরওয়ার্ড)