Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BSNL-এর এই রিচার্জ প্ল্যানের সামনে সবাই হবে ফেল, সস্তায় ৬০০ জিবি ডেটা সহ ৩৬৫ দিন পর্যন্ত মিলবে আনলিমিটেড সুবিধা

Updated :  Friday, December 6, 2024 12:08 PM

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কাছে এই মুহূর্তে ৩৬৫ দিন বা তার থেকেও বেশি ভ্যালিডিটিসহ বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান মজুদ রয়েছে। এই মুহূর্তে প্রাইভেট কোম্পানি জিও, এয়ারটেল ও ভোডাফোনের থেকে অনেক বেশি সুবিধা আপনি পাবেন যদি আপনি BSNL এর সিমকার্ড ব্যবহার করেন। সরকারি এই টেলিকম সংস্থা তাদের রিচার্জ প্ল্যানে গ্রাহকদের একগুচ্ছ সুবিধা অফার করে থাকে। এর মধ্যেই একটি প্ল্যান হলো ৩৬৫ দিনের বিশেষ প্ল্যান যেখানে আপনি ৬০০ জিবি হাইস্পিড ইন্টারনেট এবং আরো অনেক সুবিধা পাওয়া যাবে। সঙ্গেই আপনি এক বছরের জন্য কলিং সুবিধা আপনার জন্য রয়েছে।

BSNL এর ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান

বিএসএনএল এর এই সস্তা রিচার্জ প্ল্যান ১৯৯৯ টাকায় আসে। ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যান তাদের জন্য সেরা বিকল্প যারা বেশি কলিং করেন। এখানে আপনারা ৬০০ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং ও ৩৬৫ দিনের বৈধতা আছে। সরকারি এই টেলিকম কোম্পানির প্ল্যানে ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।

অতিরিক্ত সুবিধা হিসেবে এতে Hardy Games, Challenger Arena Games, Gameon, Astrotell, Gameium, Lystn Podocast, Zing Music, BSNL Tunes ও WOW Entertainment পাওয়া যাবে।