বিগত কয়েক বছরে ভারতের বাজারে অটোমোবাইল সেক্টরে প্রভূত উন্নতি ঘটেছে। বিশেষ করে ইলেকট্রিক সেক্টরে দিনের পর দিন উন্নতি করছে গাড়ি নির্মাণ সংস্থা গুলি। যেখানে হাতেগোনা কয়েক বছর আগে ভারতের রাস্তায় ছিল ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের ইঞ্জিনের গাড়ি, সেখানে আজ একাধিক গাড়ি নির্মাণ সংস্থা নিজেদের ইলেকট্রিক গাড়ি এবং বাইকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে গ্রাহকদের। বিগত কয়েক বছরে এই ইলেকট্রিক অটোমোবাইলের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো। মূলত, ডিজেল এবং পেট্রোলের ঊর্ধ্ব মূল্য এবং পরিবেশের কথা মাথায় রেখে বেশিরভাগ গ্রাহকরা ইলেকট্রিক গাড়ি ক্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে।
তবে বিগত কয়েক বছরে ভারতের বাজারে যে জিনিসটি সর্বাধিক বিক্রি হয়েছে সেটি হল ইলেকট্রিক স্কুটার। বাজাজ, ওলা, হোন্ডা সহ একাধিক দেশি-বিদেশি কোম্পানি নিজেদের অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে ভারতের বাজারে। আর এই সমস্ত ইলেকট্রিক স্কুটারের চাহিদা রয়েছে আকাশছোঁয়া। তবে যদি আপনি কম দামে ভারতের বাজারে সেরা ইলেক্ট্রিক বাইক ক্রয় করতে চান, সেক্ষেত্রে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ, আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ভারতের বাজারে সবচেয়ে কম দামে প্রাপ্ত সেরা ইলেকট্রিক বাইকের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক তালিকা-
Revolt RV1: সম্প্রতি Revolt কোম্পানির তরফ থেকে Revolt RV1 নামের দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার একটির নাম RV1 এবং অপরটির নাম RV Plus। এই ইলেকট্রিক বাইকে আপনি সর্বাধুনিক সুবিধার পাশাপাশি বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন। RV1 ইলেক্ট্রিক স্কুটারে 2.2 kWh ব্যাটারি সহ 100 কিলোমিটার মাইলেজ পাবেন। অন্যদিকে, RV Plus স্কুটারে আপনি 3.24 kWh এর শক্তিশালী ব্যাটারি সহ 160 কিলোমিটার মাইলেজ পাবেন। অত্যন্ত শক্তিশালী এই গাড়ী দুটি ক্রয় করতে হলে আপনাকে যথাক্রমে 84,990 এবং 99,990 টাকা খরচ করতে হবে।
Oben Rorr: ভারতের বাজারে প্রাপ্ত ইলেকট্রিক বাইক গুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে Oben Rorr -র নাম। আপনারা জানলে অবাক হবেন, শক্তিশালী এই বাইকটি 4.4 kWh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। যা 187 কিলোমিটার মাইলেজ সহ গ্রাহকদের সর্বাধুনিক সুবিধা প্রদান করে।
Ola Roadster: কিছুদিন আগেই ওলা রোডস্টার তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার প্রথম বিকল্পে 2.5 kWh, দ্বিতীয় বিকল্পে 3.5 kWh এবং তৃতীয় বিকল্পে 4.5 kWh ব্যাটারি প্ল্যাক ব্যবহার করা হয়েছে করা হয়েছে। যদি দামের কথা বলি, তবে ওলার এই নতুন ইলেকট্রিক বাইক গুলির দাম যথাক্রমে 74,999 টাকা, 84,999 টাকা এবং 99,999 টাকা। লং রেন্স মাইলেজ সহ ওলার এই নতুন বাইক গ্রাহকদের একাধিক সুবিধা প্রদান করে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside