টেক বার্তা

5 Lakhs Under Car: বাজেট ৫ লাখ টাকার নিচে? বাড়িতে নিয়ে আসতে পারেন এই ৩ টি গাড়ি

ভারতের মার্কেটে বাজেট মূল্যের গাড়ির চাহিদা ব্যাপক

Advertisement

বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। এছাড়াও অবশ্য অনেক কোম্পানি এই মার্কেটে রাজ করছে। আপনি যদি ৫ লাখের মধ্যে গাড়ি কিনতে চান, তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

1) Renault kwid:
Renault kwid কোম্পানির একটি বাজেট লেভেল গাড়ি যাতে ৭৯৯ সিসির একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৫৬৭৮ rpm এ ৫৩ bhp পাওয়ার ও ৪৩৮৬ rpm এ ৭২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটি ২২.০৭ kmpl এর মাইলেজ দেয়। ভারতের বাজারে বর্তমানে গাড়িটির এক্স শোরুম মূল্য ২.৯৯ লাখ টাকা থেকে শুরু এবং টপ মডেলটির মূল্য ৫.১২ লাখ টাকা।

2) Maruti Suzuki Alto K10:
মারুতি সুজুকির এন্ট্রি লেভেল বাজেট গাড়ি Alto চলতি বছরের জনপ্রিয় বাজেট হ্যাচব্যাক গাড়ি। গাড়িটিতে ৩ সিলিন্ডারের ৭৯৬ সিসির একটি পেট্রোল ইঞ্জিন আছে যা ৪৬.৩৬ bhp পাওয়ার ও ৬২ Nm টর্ক উৎপন্ন করতে পারে। গাড়িটিতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ার বক্স আছে। এই গাড়িটি ২২.০৫ kmpl মাইলেজ দেয়। বর্তমানে ভারতের বাজারে গাড়িটির এক্স শোরুম মূল্য প্রায় ২.৯৪ লাখ টাকা।

3) Maruti Suzuki S-Presso:
মারুতি সুজুকির S-Presso কোম্পানির এন্ট্রি লেভেল বাজেট গাড়ি। গাড়িটিতে ৯৯৮ সিসির একটি সিএনজি চালিত ইঞ্জিন আছে যা ৬৭.০৫ bhp পাওয়ার ও ৯০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন গিয়ারবক্স দেখা যাবে। এই গাড়িটির দিল্লিতে এক্স শোরুম মূল্য ৩.৭০ লাখ টাকা।

Related Articles

Back to top button