Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

HDFC, ICICI না SBI—কোন ব্যাংকের FD-তে সবচেয়ে বেশি সুদ মিলছে?

Updated :  Sunday, August 24, 2025 4:07 PM
bank

প্রতিদিনের জীবনে সঞ্চয়ের জন্য নিরাপদ জায়গা খোঁজেন অনেকেই। সেই নিরাপত্তার অন্যতম ভরসা Fixed Deposit বা FD। কারণ এটি কম রিস্কে গ্যারান্টিযুক্ত রিটার্নের প্রতিশ্রুতি দেয়। তবে সাম্প্রতিক সুদের হারে দেখা যাচ্ছে, ব্যাংকভেদে অল্প কিছু পার্থক্য থাকলেও দীর্ঘমেয়াদে সেই সামান্য ফারাকই বড় সুবিধা এনে দিতে পারে।

কেন FD জনপ্রিয়?

দেশের আর্থিক বাজারে FD সবসময়ই অন্যতম জনপ্রিয় বিনিয়োগ পদ্ধতি। কারণ, এখানে টাকা নিরাপদ থাকে এবং রিটার্ন আগে থেকেই নির্দিষ্ট। অনেকেই মনে করেন, সব ব্যাংক প্রায় একই রকম সুদ দেয়, তাই কোথায় টাকা রাখলেন, তা তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এক বছরের FD-তেও ব্যাংকভেদে ০.১৫% হারের পার্থক্য রয়েছে।

সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা

বেশিরভাগ ব্যাংক সিনিয়র সিটিজেনদের সাধারণ গ্রাহকদের তুলনায় কিছুটা বেশি সুদ প্রদান করে। দীর্ঘ সময়ে বা বড় অঙ্কের ডিপোজিটে এই অতিরিক্ত সুবিধা বড় ফারাক তৈরি করতে পারে। তাই FD খোলার আগে ব্যাংকের সুদের হার খুঁটিয়ে দেখা জরুরি। না হলে অজান্তেই বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তে পারেন।

কোন ব্যাংক কত সুদ দিচ্ছে?

ব্যাংকগুলির অফিসিয়াল তথ্য অনুযায়ী, এক বছরের FD-তে সুদের হারে পার্থক্য স্পষ্ট।

HDFC Bank: সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫%, সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৭৫% (২৫ জুন ২০২৫ থেকে কার্যকর)।
ICICI Bank ও Kotak Mahindra Bank: একই হারে সুদ—৬.২৫% (সাধারণ), ৬.৭৫% (সিনিয়র সিটিজেন)।
Federal Bank: তুলনামূলক বেশি, ৬.৪০% (সাধারণ) ও ৬.৯০% (সিনিয়র সিটিজেন)।
SBI: দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক, ১৫ জুলাই ২০২৫ থেকে সাধারণ গ্রাহকদের জন্য ৬.২৫% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৬.৭৫%।
Union Bank of India: ২০ আগস্ট ২০২৫ থেকে ফেডারেল ব্যাংকের সমান হারে সুদ—৬.৪০% (সাধারণ) ও ৬.৯০% (সিনিয়র সিটিজেন)।

ছোট পার্থক্যে বড় লাভ

মাত্র ০.১৫% হারের পার্থক্য অল্প মনে হলেও বড় অঙ্কের বিনিয়োগে তা উল্লেখযোগ্য রিটার্ন আনতে পারে। বিশেষ করে যারা রিস্ক নিতে চান না, তাদের জন্য FD এখনও সবচেয়ে সুরক্ষিত অপশন। সিনিয়র সিটিজেনদের জন্য এটি আরও বেশি লাভজনক প্রমাণিত হচ্ছে।