টেক বার্তা

২৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে মারুতির এই জনপ্রিয় গাড়ি, দাম মাত্র ৬.৫ লাখ টাকা থেকে শুরু – MARUTI SUZUKI

যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে এতে ১.২ লিটারের পেট্রোল এবং CNG ইঞ্জিন বিকল্প দেখা যায়।

Advertisement

জানলে অবাক হবেন, ভারতীয় কোম্পানী মারুতি সুজুকি গাড়ি বিক্রির দিক থেকে একটি দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছে। একটি মডেলের গাড়ি ২৫ লাখ ইউনিট বিক্রি করে বিস্ময়কর এই রেকর্ড গড়েছে মারুতি। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি মারুতির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, Maruti Suzuki Dezire লঞ্চের পর থেকে এখনও পর্যন্ত ২৫ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, ২০০৮ সালে প্রথমবার ভারতের বাজারে লঞ্চ করা হয় Maruti Suzuki Dezire। আর লঞ্চের পর থেকে বিক্রির দিক থেকে একের পর এক ভাঙছে এই ধাসু গাড়িটি।

২০০৮ সালে ভারতের বাজারে লঞ্চ হওয়ার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত সর্বমোট ৫ লাখ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। এরপর ২০১৪-১৬ অর্থ বছরে Maruti Suzuki Dezire আরও ৫ লাখ ইউনিট বিক্রি হয়। যা ২০২০ সালের মধ্যে ২০ লাখ ইউনিটে গিয়ে পৌঁছে। এখানেই শেষ নয়, বিগত তিন বছরে প্রায় ৫ লাখের বেশি মানুষ ক্রয় করেছে Maruti Suzuki Dezire। যার ফলশ্রুতিতে বিগত ১৫ বছরে ২৫ লাখ ইউনিট গাড়ি বিক্রির মাইলফলক স্পর্শ করেছে Maruti Suzuki Dezire।

এই নিবন্ধে যদি গাড়িটির শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, তবে এতে ১.২ লিটারের পেট্রোল এবং CNG ইঞ্জিন বিকল্প দেখা যায়। যা পাঁচটি শক্তিশালী গিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি দুর্দান্ত এই গাড়ির মাইলেজের কথা বলি, তবে Dezire-এর পেট্রোল ভেরিয়েন্টের মাইলেজ 22.41 kmpl পর্যন্ত হয়, যেখানে CNG ভেরিয়েন্টের মাইলেজ 31.12 km/kg পর্যন্ত হয়। যদি বাজারের সেরা এই গাড়িটির দামের কথা বলি, তবে Maruti Suzuki Dezire গাড়ির বিক্রয় মূল্য ৬.৫ লাখ টাকা থেকে শুরু হয় ৯.৪ লাখ টাকা পর্যন্ত হয়। অর্থাৎ আপনি চাইলে অত্যন্ত লো বাজেটে বাজারের সেরা এই গাড়িটি ক্রয় করতে পারবেন।

Related Articles

Back to top button