Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সেরার সেরা ভিরজিল ভ্যান দাইক!

Updated :  Saturday, August 31, 2019 11:03 AM

সুরজিৎ দাসঃ মঞ্চে পুরস্কার নিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পরেছিলেন তিনি পাশে চেয়ারে বসা মেসি রোনাল্ডো কে পিছনে ফেলে তিনি যে সেরার সেরা। দীর্ঘ ৮ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেরা ফুটবলার নির্বাচিত হলো কোনো ডিফেন্ডার শেষবার ২০১১-১২ সালে হয়েছিলেন ম্যান সিটির ভিনসেন্ট কোম্পানি আর এবার অর্থাৎ ২০১৮-১৯ মরশুমের সেরা ফুটবলার নির্বাচিত হলেন লিভারপুলের জয়ের নায়ক ডাচ ডিফেন্ডার ভিরজিল ভ্যান দাইক। এর পাশাপাশি সেরা ডিফেন্ডার ও নির্বাচিত হলেন তিনি তার সতীর্থ লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম কারিগর ব্রাজিলীয়ান গোলকিপার অ্যালিসন বেকার নির্বাচিত হলেন সেরা গোলরক্ষক।

সেরা মিডফিল্ডারের সম্মান পেলেন দাইকের স্বদেশীয় তরুণ ডাচ অ্যাটাকিং মিডিও ফ্রাঙ্কি ডি জং এবং সেরা স্ট্রাইকার নির্বাচিত হলেন গত মরশুমে সর্বোচ্চ গোলদাতা বার্সার গোল্ডেন ম্যান লিওনেল মেসি। অপরদিকে মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন অলিম্পিক লিওনেইস এর লুসি ব্রোঞ্জ। স্ট্রাইকারদের রমরমার বাজারে দলের শেষ প্রাচীর অর্থাৎ ডিফান্ডার রা কিছু টা হলেও বঞ্চিত হন আধুনিক ফুটবলে অনেক পরিশ্রম করে খেললেও সেরার তকমা খুব কম পান তারা। কিন্তু ফুটবলের যাদুকর মেসি, রোনাল্ডো, নেইমার দের ছাপিয়ে স্বপ্ন এর ইতিহাস গড়লেন তরুণ ডাচ ডিফেন্ডার ভিরজিল ভ্যান দাইক আর সাথে সাথে আদর্শ হয়ে উঠলেন হাজারো উঠতি তরুণ ডিফেন্ডার দের কাছে।