Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Neelam Giri: ভোজপুরি অভিনেত্রী নীলাম গিরি সেক্সি স্টাইলে নাচলেন, এমন ভিডিও সামনে এসেছে

Updated :  Saturday, February 25, 2023 2:54 PM

বর্তমান প্রজন্মের কাছে ভোজপুরি ইন্ডাস্ট্রির তারকারা এখন বেশ ভালই পরিচিত। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই যে তা সম্ভব হয়েছে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আজকের যুগে দাড়িয়ে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই ভোজপুরি ইন্ডাস্ট্রির একাধিক তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা চর্চিত হন। উল্লেখ্য ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ নীলম গিরি। সম্প্রতি শুটিং ফ্লোরের ঝলক শেয়ার করে নিয়েই চর্চায় অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় নীলম। প্রায় নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নেন নিজের অনুরাগীমহলের সাথে। নেটদুনিয়ার পাতায় তার ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়। এবার হোলির আগেই হোলির মেজাজে অভিনেত্রী। শুটিং করার সময় হোলির গানেই নেচে উঠলেন নীলম। বর্তমানে সেই দৃশ্য শেয়ার করে নিয়েই একাংশের মাঝে পুনরায় চর্চিত এই ভোজপুরি অভিনেত্রী।

সাম্প্রতিক ভাইরাল হওয়া রিল ভিডিওটি নিজের ইনস্টাগ্রামের পাতা থেকেই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। ভিডিওতে দীবাকর দীবেদী ও প্রিয়াঙ্কা সিংয়ের গাওয়া গানের তালেই দেখা মিলেছে তার। ‘রাঙ্গ ডালে কে তারিকা’ গানটিই শোনা গিয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিওতে। এটি যে অনক্যামেরা শুটিংয়ের ঝলক সেকথা অবশ্য ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। এদিন শুটিংয়ের সময় অভিনেত্রীর পরনে ছিল হালকা সবুজ রঙের লেহেঙ্গা। মানানসই সাজে একেবারে শুটিং মোডেই ছিলেন তিনি। অভিনেত্রীর এই শুটিং মোড যে তার অনুরাগীদের বেজায় পছন্দ হয়েছে, তার ঝলক কমেন্টবক্সে নজর রাখলেই মিলবে। এই মুহূর্তে বলাই বাহুল্য, অভিনেত্রীর সাথে সাথে এই হোলির গানে মেতে উঠেছেন ভোজপুরি দর্শকদের একাংশও।