বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি সিনেমার কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন। সম্প্রতি দীনেশ লাল যাদবের সাথে একটি রোমান্টিক গানের ভিডিও শুট করে ইউটিউবে জনপ্রিয় হয়েছেন তিনি।
আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। সম্প্রতি ইউটিউবে আম্রপালির একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনারও চক্ষু ছানাবড়া হতে পারে।
দীনেশ লাল যাদবের সাথে ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে একটি সিনেমার শুটিংয়ে কাজ করছিলেন। সেই সিনেমার একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়াতে। এই গানটির নাম, “কারেলা মান পাট যাই”। এই গানটি আশিক আওয়ারা ভোজপুরি সিনেমার। এই মিউজিক ভিডিওতে শাড়ি পরে বৃষ্টিতে ভিজে নিরাহুয়ার সাথে অন্তরঙ্গ নাচ করেছেন। তাঁদের কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের।
ভিডিওটি ইউটিউবের পেজ WWR Hamar Bhojpuriya-এ শেয়ার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ লাইক পাচ্ছে এই ভিডিওটি। একইসঙ্গে এই ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছে। আপনি যদি এখনও এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নিন।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement