Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nilam Giri: হট কায়দায় ভোজপুরি গানের তালে নাচ নিলম গিরির, ভিডিও দেখলেন ৩৯ লাখের বেশি মানুষ

Updated :  Wednesday, July 24, 2024 5:51 PM

আজকাল বিনোদন জগতেও প্রভাব পড়ছে ডিজিটাল যুগের। আট থেকে আশি সকলের কাছেই আছে মোবাইল ফোন এবং ভালো ইন্টারনেট কানেকশন। টিভির বদলে আজকাল ইউটিউব দুনিয়াতে মগ্ন থাকেন সকলেই। আর এই ইউটিউব জগতে বলিউডকে ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষ রয়েছে ভোজপুরি ইন্ড্রাস্ট্রি। এক একটি ভোজপুরি মিউজিক ভিডিও ইউটিউবে এ পোস্ট হওয়ার সাথে সাথে তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। এমনকি আপনি শুনলে অবাক হবেন যে এই সমস্ত ভিডিও কয়েক মিলিয়ন মানুষ কিছু সময়ের মধ্যেই দেখে নেন। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভোজপুরি ভিডিও সমন্ধে আপনাদের জানাবো যা বর্তমানে ট্রেন্ডিং তালিকায় রয়েছে ইউটিউবে।

ভোজপুরি তারকা নিলম গিরি

ভোজপুরি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় তারকা হলেন নিলম গিরি। তিনি প্রচুর মিউজিক ভিডিও এবং সিনেমাতে কাজ করেছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রি তথা গোটা ভারতের দর্শকদের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক। অনেকেই অপেক্ষা করেন কবে তাদের প্রিয় তারকা নতুন মিউজিক ভিডিও নিয়ে আসতে চলেছে। এমনকি আজকাল ইউটিউবে দেখলেই আপনি বুঝতে পারবেন যে বলিউডের থেকেও বেশি জনপ্রিয়তা রয়েছে এই ভোজপুরি ইন্ডাস্ট্রির। ভোজপুরি তারকা নিলমের এমনই এক মিউজিক ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো যা ইউটিউব দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে সুপার ভাইরাল হয়েছে নীলম গিরির ‘বিত যায়ী সাওয়ান‘ গানটি। ইউটিউবে ভাইরাল তালিকায় পৌঁছালেই এই গান সবার ওপরে রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। গানের তালে নীলমের সেক্সি মুভ ও বোল্ড এক্সপ্রেশন রাতের ঘুম উড়িয়ে দিতে পারে আপনার। ভিডিওটি ইউটিউবের নিরহুয়া মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন কল্পনা, গানের কথা লিখেছেন প্যারে লাল যাদব এবং সঙ্গীত দিয়েছেন সজন মিশ্র। এই ভিডিওটি ৩৯ লাখের বেশি মানুষ দেখেছেন। আপনিও এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।