Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: প্রেমের মরশুমে একে অপরের সাথে অন্তরঙ্গ রোমান্সে মত্ত কাজল রাঘবানী এবং খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, August 31, 2022 2:10 PM

ভোজপুরি সিনেমা জগতে খেসারি লাল যাদব ও কাজল রাঘবানি একটি জনপ্রিয় জুটি। এই জুটির সিনেমা এবং গান সব সময় হয়ে থাকে সুপারহিট। ইউটিউবে এই জুটির সমস্ত পারফরম্যান্স দেখতে মুখিয়ে থাকেন সকলেই। ইতিমধ্যেই এই জুটি ভোজপুরি সিনেমা জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিহার হোক কিংবা উত্তর প্রদেশ, কাজল রাঘবানি এবং খেসারি লাল যাদবের জুটির ছবি রিলিজ হলেই এই সমস্ত জায়গায় হয়ে ওঠে সুপারহিট। খেসারি লাল যাদব এবং কাজল রাগবাণী, ভক্তের সংখ্যা দুজনেরই নেহাত কম নয়। তাই তাদেরকে আনন্দ দিতেই সম্প্রতি এই জুটির একটি নতুন গান রিলিজ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

সম্প্রতি তাদের দুজনের এই নতুন ভিডিওটি ইউটিউবে ব্যাপকভাবে জনপ্রিয় হতে শুরু করেছে। এই গানটির নাম – পেয়ার কা মৌসুম। এই গানের ভিডিওতে কাজল এবং খেসারি লাল যাদব একে অপরের সাথে অন্তরঙ্গ রোম্যান্স করছেন। ইতিমধ্যেই এই গানের ভিডিওটি ইউটিউবে বহু মানুষ দেখেছেন এবং অনেকেই এই ভিডিওর প্রশংসা করেছেন। ভিডিওটিতে কাজল এবং খেসারি লাল যাদবের মধ্যে একটা দুর্দান্ত কেমিস্ট্রি তৈরি করা হয়েছে।

এই গানের ভিডিওটি নেওয়া হয়েছে ভোজপুরি জগতের অত্যন্ত জনপ্রিয় সিনেমা জানেমান থেকে। এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব এবং খুশবু জৈন। গানটি লিখেছেন গোবিন্দ বিদ্যার্থী এবং মিউজিক দিয়েছেন ঘুঙরু। ইতিমধ্যেই ১৩ মিলিয়ন এর উপরে ভিউ তুলে ফেলেছে এই গানটি। শুধুমাত্র যে ইউটিউবে এই ভিডিওটি জনপ্রিয় হয়েছে সেটা বলা ভুল হবে। ফেসবুক থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও একইভাবে জনপ্রিয় হয়েছে এই দুজনের এই ভিডিওটি। ইউটিউবে টি সিরিজ হামার ভোজপুরি চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।