Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাজল রাঘবানির সঙ্গে চকোলেট রোম্যান্সে মজলেন খেসারি লাল যাদব, এমন ভিডিও আগে দেখেননি (VIDEO)

Updated :  Monday, April 10, 2023 7:16 PM

আজকের দিনে দাঁড়িয়ে ভোজপুরি গান সবথেকে জনপ্রিয় কয়েকটি ভারতীয় সংগীতের মধ্যে একটি হয়ে উঠেছে। যে কোন অনুষ্ঠানেই আজকাল ভোজপুরি গান বাজনা শোনা যায়। সবথেকে বড় কথা যে কোন পার্টিতে এই ধরনের গান একেবারে মাস্ট। অনেক অনুষ্ঠানে আমরা ভোজপুরি গান শুনে থাকি এবং অনেকেই এই ভোজপুরি গানের সঙ্গে নাচ করে মঞ্চ মাতিয়ে দেন। ভোজপুরি অনেক তারকা এমন রয়েছেন যারা বলিউড তারকাদের থেকেও অনেক বেশি জনপ্রিয়। এদের মধ্যে যেমন আছেন নিরাহুয়া, তেমনি রয়েছেন খেসারি লাল যাদব এবং রবি কিসান এর মতো তারকারা।

অভিনেত্রীদের দিক থেকেও অনেকেই ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে নিজেদের একটা আলাদা রকমের জনপ্রিয়তা তৈরি করে ফেলেছেন। এই তালিকায় আমরা অবশ্যই পেয়েছি বাঙালি কন্যা মোনালিসাকে। তার পাশাপাশি মস্তরাম অভিনেত্রী রানি চ্যাটার্জি, অভিনেত্রী আম্রপালি দুবে। তবে তাদের সাথেই আরো একজনের নাম করতে হয় যিনি হলেন কাজল রাঘবানি। তিনিও ভোজপুরি জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন সম্প্রতি। যেকোনো ভোজপুরী গানে তার নাচের ভঙ্গিমা এবং তার অভিনয় দক্ষতা সকলকে মুগ্ধ করেছে।

এই মুহূর্তে অভিনেত্রী কাজল রাঘবানির একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে তিনি ভোজপুরি জগতের অন্যতম অভিনেতা খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করছেন। এই গানের নাম “তোহার হোঠওয়া লাগেলা চকলেট”। এই গানের ভিডিওতে দুজনকে কাপল রোম্যান্স করতে দেখা যাচ্ছে। এই গানের ভিডিওটি নেওয়া হয়েছে ২০১৮ সালে রিলিজ হওয়া তাদের সবথেকে জনপ্রিয় সিনেমা সংঘর্ষ থেকে। এই ভিডিওটি বেশ পুরনো তবে, ভিডিওটি চকোলেট ডে তে আপলোড করার কারণে, এখনো অনেকেই এই গানটি শোনেন এই বিশেষ দিনে। তাদের দুজনের এই ওয়াইল্ড রোম্যান্স সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ৪ বছর আগের এই ভিডিওটি আজকেও অনেকের পছন্দের তালিকায় আছে। লক্ষ লক্ষ মানুষ এই ভিডিওতে কমেন্ট ও লাইকের বন্যা বইয়ে দিয়েছেন। ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে তেমনি সকলেই এই ভিডিওটি করেছেন শেয়ার।