গতকাল শ্রীলংকার বিরুদ্ধে সুপার-৪ এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের সাথে সাথে এশিয়া কাপের মেগা আসর থেকে বাড়ি ফেরার টিকিট প্রায় কনফার্ম করে ফেলেছে টিম ইন্ডিয়া। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ ২২ গজের মহারণে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান। উক্ত ম্যাচে পাকিস্তান জয়লাভ করলেই বাড়ি ফেরার টিকিট নিশ্চিত হয়ে যাবে রোহিত শর্মাদের। তবে শ্রীলংকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর ভারতীয় এই তারকা ক্রিকেটারের দিকে প্রশ্নের তীর ছুড়েছেন ক্রিকেটপ্রেমীরা।
গতকাল লঙ্কানদের বিরুদ্ধে ১৯ তম ওভারে বোলিং করতে এসে ভারতকে বিপদে ফেলেন তারকা পেসার ভুবনেশ্বর কুমার। জয় লাভের জন্য যখন ১২ বলে লঙ্কান বাহিনীর সামনে ২১ রানের লক্ষ্যমাত্রা ছিল, তখন নিজের শেষ ওভার বোলিং করতে এসে ভুবনেশ্বর কুমার ১৪ রান খরচ করেন। যার ফলশ্রুতিতে শেষ ওভারে লঙ্কান বাহিনীর সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা গিয়ে দাঁড়ায় মাত্র ৭ রান। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, যদি ভুবনেশ্বর কুমার শেষ ওভারটি সংক্ষিপ্ত করতেন তবে ম্যাচের ফলাফল ভারতের অনুকূলে থাকতো। তবে দিশাহীন বোলিং করে ডু অর ডাই ম্যাচে ভারতের পরাজয় নিশ্চিত করেন ভুবনেশ্বর কুমার।
শুধুমাত্র গতকাল নয়, ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজনামূলক ম্যাচে একই ভুল করেছিলেন ভুবেনশ্বর কুমার। ম্যাচ যখন ভারতের হাতে তখন ১৯তম ওভারে এসে বেপরোয়া বোলিং করেন ভুবনেশ্বর কুমার। ওই ওভারে ১৯ রান খরচ করে ম্যাচ পাকিস্তানের হাতে তুলে দেন তিনি। পরপর দুটি ম্যাচে ভুবনেশ্বর কুমারের হতাশা জনক পারফরমেন্স ইতিমধ্যে তার ক্যারিয়ার ধ্বংসের মুখে গিয়ে পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই টেস্ট ও ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন। এখন টি-টোয়েন্টি দলে তার জায়গাও শঙ্কায় রয়েছে। মনে করা হচ্ছে, আসন্ন দিনে ভারতীয় দল থেকে ছিটকে যেতে পারেন তিনি।