BREAKING NEWS : শারীরিক অসুস্থতার কারনে KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না ‘বিগ বি’

কেয়া সেন : এক অঙ্গে বহুরূপ, গল্পের খাতিরে কখনো তিনি শাহেনশাহ তো কখনো কুলি। দর্শক মনে সব সময় জায়গা করে নিয়েছে তাঁর অভিনীত চরিত্র গুলি। আট থেকে আশি সকলকে এন্টারটেইন…

Avatar

কেয়া সেন : এক অঙ্গে বহুরূপ, গল্পের খাতিরে কখনো তিনি শাহেনশাহ তো কখনো কুলি। দর্শক মনে সব সময় জায়গা করে নিয়েছে তাঁর অভিনীত চরিত্র গুলি।

BREAKING NEWS : শারীরিক অসুস্থতার কারনে KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না 'বিগ বি'

আট থেকে আশি সকলকে এন্টারটেইন করতে করতে ইন্ডাস্ট্রিতে এবার ৫০ বছর পূর্ণ করলেন মিস্টার বচ্চন। নিজেদের মতো করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আপামর সিনেপ্রেমীরা।

BREAKING NEWS : শারীরিক অসুস্থতার কারনে KIFF এর উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না 'বিগ বি'

শুক্রবার ঠিক বিকেল ৪ টের সময়ই ‘নেতাজি ইন্ডোর স্টেডিয়াম”-এ বিশেষ অতিথির আসনে থাকার কথা ছিল অমিতাভ বচ্চনের। কারন ২৫তম “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯”- এর উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু তাঁর শারীরিক অসুস্থতা থাকার কারনে অনুপস্থিত থাকছেন বিগ বি।