Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bigg Boss 14 : অপেক্ষার অবসান, মাস্ক পরে সেটে হাজির সলমন খান

Updated :  Friday, October 2, 2020 3:56 PM

অবশেষে ৩ রা অক্টোবর খুলতে চলেছে কালারস চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’ -এর ঘরের দরজা। করোনা অতিমারীর জন্য কালারস-এর সর্বাপেক্ষা বেশি টিআরপি ওয়ালা শো ‘বিগ বস’ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান বরাবর আশ্বস্ত করে এসেছেন দর্শক ও আপামর ভক্তকুলকে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘বিগ বস’-এর প্রিমিয়ার হতে চলেছে আগামীকাল। করোনার জন্য নির্দিষ্ট সমস্ত নিয়ম মেনেই হচ্ছে শুটিং। সলমন খান ও অন্যান্য কলাকুশলীরা সেটে মাস্ক ব্যবহার করছেন।

এবার ‘বিগ বস’ ১৪-এর সেটেও রয়েছে অভিনবত্ব। লোনাভলার পরিবর্তে এবার মুম্বই-এর গোরেগাঁও ফিল্মসিটিতে তৈরী হয়েছে জনপ্রিয় এই শোয়ের সেট। ডিজাইনার উমঙ্গ কুমারের ছোঁয়ায় এবার ‘বিগ বস’-এর ঘর হয়েছে আরো জৌলুসপূর্ণ ও বিলাসবহুল। এই ঘরের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অপরদিকে ‘বিগ বস’-এর সঞ্চালক সলমন খান লকডাউনের পর এই প্রথম বাড়ির বাইরে বেরিয়ে শুটিং করছেন।প্রতিবছরের মত এই বছরও সলমনের পারিশ্রমিক বৃদ্ধিতে অন্যথা হয়নি। সলমন প্রযোজনা সংস্থাকে ৪৮০ কোটির প্রস্তাবনা দিলেও পরে ৪৫০ কোটিতে রফা হয়। অবশেষে কাল উঠতে চলেছে বিভিন্ন চমক ও চরিত্রের উপর থেকে পর্দা। আলোড়িত হতে চলেছে শোয়ের ক্যাপশন ‘বিগ বস দেগা ২০২০ কা জবাব’