Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতাকে প্রণাম করার জেরে শাহ সভার আমন্ত্রণপত্র পেলেন না বিশ্বজিৎ দাস, তুঙ্গে রাজনৈতিক তরজা

Updated :  Wednesday, February 10, 2021 11:03 PM

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলবদল এখন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকে কোন তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করছে। তবে এবার গত সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) প্রণাম করতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসকে (Biswajit Das)। আর তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে তাহলে বিশ্বজিৎ দাস কি বিজেপি ঘুরে আবার তৃণমূলে গিয়ে যোগদান করবেন? জল্পনার মাঝেই আজ বুধবার বিজেপি বিশ্বজিৎ দাসের কাছে অমিত শাহের (Amit Shah) জনসভায় আমন্ত্রণপত্র পৌঁছালো না। কালকেই ঠাকুরনগরে বাংলা সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আসলে গত সোমবার বিধানসভা অধিবেশনে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পা ছুয়ে প্রণাম করেছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস। মুখ্যমন্ত্রীর সাথে তার বেশ কিছুক্ষণ কথা হয়। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, কিরে বিশ্বজিৎ কিছু সিদ্ধান্ত নিলি? এই খবর সামনে আসতেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় বিশ্বজিৎ দাস এর সাথে ফোনে কথা বলে। এমনকি তাকে দলীয় দপ্তরে তলব করা হয়। তারপর অনেকেই মনে করে ছিল সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে। তবে তেমনটা ঠিক এখনো হয়নি।

আগামীকাল ঠাকুরনগরের মতুয়াদের সামনে ভাষণ দিতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু আজ রাত অব্দি এখনো বিশ্বজিৎ এর কাছে ওই জনসভায় যাওয়ার কোন আমন্ত্রণপত্র আসেনি দলের তরফে। এ প্রসঙ্গে গেরুয়া শিবির জানিয়েছে যে বিশ্বজিৎকে কেন আমন্ত্রণ পাঠানো হয়নি তা বনগাঁর সংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানে। এ ব্যাপারে খোদ বিশ্বজিৎ বলেছেন, “আমাকে কেন আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি তা আমি জানিনা। তবে আমন্ত্রণ পেলে নিশ্চয়ই জনসভায় যাব।”অন্যদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে মুকুলের হাত ধরে বিজেপিতে যোগদান করলেও তাকে কোণঠাসা করে রাখা হয়েছে। অঞ্চলের পুরো দায়িত্ব আছে শান্তনু ঠাকুরের দলের। বেশিরভাগ স্থানীয় অনুষ্ঠানে বিশ্বজিৎ অনুপস্থিত থাকে।