টেট পরীক্ষায় দুর্নীতি নিয়ে মুখ খুলে আবারও শোরগোল ফেলে দিলেন বিজেপিতে যোগদানকারী কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু (Biswajit Kundu)। বিজেপিতে যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়েছিল। তার এবারে বিশ্বজিৎ কুণ্ডুর দাবি করেছেন, ২০১৪ সালে টেট পরীক্ষায় নিয়োগের পুরোটাই কিন্তু দুর্নীতি হয়েছে।
বিশ্বজিৎ বাবু বলেছেন, “এটা ঠিক যে আমার স্ত্রী এবং বৌদি চাকরি পেয়েছেন। কিন্তু আমি মোট ৬২ জনকে চাকরি দিয়েছি। তারা সকলে দলের কর্মী। পাশাপাশি আরো অনেক জন তৃণমূল নেতার নাম তিনি তুলেছেন যারা চাকরি দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৪ সালে তৃণমূল ঘনিষ্ঠরা শুধুমাত্র চাকরি পেয়েছেন। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তাহলে কিন্তু সেটা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিশ্বজিৎ কুণ্ডুর এই অভিযোগ করে তৃণমূলের অন্দরে শোরগোল ফেলে দিয়েছেন। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেছেন, “ও ভাবছে এদের নাম গুলো দিয়ে বাঁচা যায়। উনি যে দুর্নীতিগ্রস্ত চোর সেটা সবাই জানে। ওর থেকে বড় চোর কেউ নেই। ওর গুস্টিকে চাকরি দিয়েছে।”
পাশাপাশি মন্তব্য অস্বীকার করেছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath)। বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তপন চট্টোপাধ্যায় (Tapan Chatterjee)। পাশাপাশি এ ব্যাপারে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সম্পূর্ণ প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন।