মমতার বাজেটের তীব্র সমালোচনা করল বিজেপি বাম, সবই বিভ্রান্ত করা বলে কটাক্ষ
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ও বাম নেতা সুজন চক্রবর্তী আজ রাজ্যের বাজেটের তুলোধোনা করেন
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট অধিবেশন করেন। আজকের বাজেট অধিবেশনে এমনিতেই সবার প্রত্যাশা ছিল যে বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কারণ একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে পৌঁছেছে। ঠিক প্রত্যাশামতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যবাসীর জন্য হয়ে উঠেছিলেন কল্পতরু। তিনি আজকের বাজেট অধিবেশনে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তবে নির্বাচনের আগে মমতার এমন জনহিতকর কাজের সমালোচনা করতে ছাড়েনি বিরোধীপক্ষ। সিপিএম থেকে শুরু করে গেরুয়া শিবির অব্দি সবাই মমতার বাজেটের তীব্র সমালোচনা করেছেন।
মমতার বাজেটের পর আজ বিকালে প্রাক্তন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর সাথে সাংবাদিক বৈঠকে বসেন বিজেপি প্রথম সারির নেতা শমীক ভট্টাচার্য। তারা সাংবাদিক বৈঠকে মমতার বাজেট প্রসঙ্গে রাজ্য সরকারকে তুলোধোনা করে বলেছেন, “বর্তমানে রাজ্য অর্থনৈতিক পরিস্থিতি তাতে মুখ্যমন্ত্রী কি করে এতগুলি প্রকল্প ঘোষণা করে দিলেন। টাকা আসবে কোথা থেকে? আজকে প্রায় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিভিন্ন প্রকল্পে। কিন্তু রাজ্যে সত্যি এত টাকা নেই। এতদিন ধরে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে মমতা সরকার। আশা করি সাধারণ মানুষ শাসকদলের এই প্রহসন সহ্য করবে না। আজকে বলা হয়েছে ১০ কোটি মানুষের জন্য বরাদ্দ ৫ লাখ টাকা। তাহলে হিসাব কি করে মিলছে?”
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তীর মমতার বাজেটের কটাক্ষ করে বলেছেন, অযথা প্রতিশ্রুতি দিচ্ছেন উনি। রাজ্যে এরাম কোন প্রকল্প বাস্তবায়িত হবে না। উনার বাজেট হিসাব করলে দেখা যাবে ৫০ কোটি টাকার ঘাটতি আছে। সেটা পূরণ করবে কে? এছাড়া উনি যা বলছেন সবই তো পাঁচ বছর পরের প্রকল্প। সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন তিনি নির্বাচনের আগে। আসলে আচমকা ভোটের আগে অনেক কিছু মনে পড়ে গেছে। ভোট চলে গেলে আবার ভুলে যাবে।”