একুশের আগে বেকারদের জন্য বড়োসড়ো একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বঙ্গ বিজেপি। এবারে তারা বাংলার ৭৫ লক্ষ্য যুবক-যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এই মর্মে তারা শুরু করেছেন একটি প্রতিশ্রুতি কার্ড কর্মসূচি। রবিবার প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়ে গেল এবং বিজেপির এই নতুন ঘোষণাতে আশার আলো দেখছে যুবসমাজ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শুধুমাত্র ভোটকে পাখির চোখ করেই এরকম ঘোষণা করেছেন দিলীপ কৈলাস রা।
বিজেপির হেস্টিংস এর কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুকুল রায় এবং সৌমিত্র খাঁ। সেখানে তারা তৃণমূলের জমানায় বাংলার বেকারত্ব নিয়ে একরাশ প্রশ্ন তুলে দিলেন। পাশাপাশি এই সভা থেকে মুকুল রায় তৃণমূলের আমলে ঘটা বেশকিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন সিউর থেকে টাটার কারখানা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। পাশাপাশি তিনি আরো বলেন,”আগামী দুই মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীর কাছে। সেখানে তাদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। যদি আমরা বাংলায় ক্ষমতায় আসি তাহলে বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।”
বাংলা বেকারত্ব সমস্যা নিয়ে মমতা কে কটাক্ষ করলেন মুকুল। মুকুল বললেন,”বাংলাদেশ শিল্প সম্মেলন হলেও কোন কোম্পানি বিনিয়োগ করতে চায় না। টাটা কে তারানো ছিল সব থেকে বড় ভুল। বাংলায় অবিলম্বে ৩৫৬ ধারা জারি করতে হবে। সামনে একুশের নির্বাচন।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, বাংলা দখলে বর্তমানে মরিয়া বিজেপি। অন্যদিকে রাজ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল। এরই মাঝে বাংলার যুবসমাজকে নিজেদের দিকে টানার জন্য নতুন হাতিয়ার নিয়ে চলে এলো বিজেপি।