Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘দুঃশাসনের বড় ফ্যাক্টরি বিজেপি’, ঝাড়গ্রাম থেকে কটাক্ষ মমতার

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছে। সেই কারণেই…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছে। সেই কারণেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বুধবার ঝাড়গ্রামে একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন। নন্দীগ্রামে চোট পাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী খোঁড়া পায়ে হুইল চেয়ারে বসে রাজ্যের বিভিন্ন জেলাতে গিয়ে জনসভা করছেন। আজও ঝাড়গ্রামে হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী সভামঞ্চে থেকে ভাষণ দিয়েছে। আজকে তার ভাষণে একাধারে যেমন বিজেপিকে আক্রমণ করেছেন, ঠিক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের উন্নতির খতিয়ান তুলে ধরেছেন জনসমক্ষে।

জনসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছেন, “আগে ঝাড়গ্রাম মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। মানুষ এখানে ঝিটকার জঙ্গল পেরোতে ভয় করত। কিন্তু আমি মাওবাদীদের আন্দোলনের সময় থেকে এখানে আসছি। একবার সিপিএম নেতাদের মারও খেয়েছিলাম। মাথায় চোট নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হয়েছিল আমাকে। তবে এখন সেসব অতীত। জঙ্গলমহল শান্ত হয়ে গেছে। আমি নিজে ঝাড়গ্রাম শহর তৈরি করেছি। এখানে ইংরেজি মিডিয়াম স্কুল তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই চারটি কলেজ তৈরি হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, “দুঃশাসনের একটা বড় ফ্যাক্টরি হল বিজেপি। এরা আদিবাসীদের জমি কেড়ে নেয় ও আদিবাসীদের প্রাপ্য সম্মানটুকু দিতে জানে না। আর তার প্রমান গত বছরের লোকসভা ভোট। সেখানে বিজেপি আদিবাসী অধ্যুষিত অঞ্চলে গোহারা হেরেছিল। বিজেপি ওদেরকে চোর বলে। কিন্তু ওরা যে নিজে চোর তা স্বীকার করেনা।”

About Author