নিউজপলিটিক্সরাজ্য

বিজেপি একটা গুটকা কালচারে বিশ্বাস করা পার্টি, জনসভা থেকে বিস্ফোরক সুজাতা মন্ডল

তাই উনি পচা আলু আর ডিম ছুড়ে দিচ্ছেন। আর দিলীপ ঘোষ (Dilip Ghosh), অমিত শাহ (Amit Shah) উনাদেরকে লুফে নিচ্ছেন।

Advertisement

বিজেপি গুটকা কালচারে বিশ্বাসী একটা দল। ওরা যখন রাস্তায় বের হয় তখন থু করে। বিজেপি শুধুমাত্র রাস্তাঘাট নোংরা করতে জানে। আমতায় তৃণমূলের প্রতিবাদ সভায় এসে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল (Sujata Mondal)। এদিন তিনি কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে বিভিন্ন রকম ইস্যুতে কটাক্ষ করেছেন।

তার পাশাপাশি তিনি বলেছেন, “কেন্দ্র সরকার টা দুজন চালায়। একটা হল বিজেপির পেটমোটা টাকলু। আরেকটা হচ্ছে দাড়িওয়ালা, তিনি জানেনই না রবি ঠাকুরের জন্ম শান্তিনিকেতনে নয়।”আমাদের কাছে খবর রয়েছে বিজেপিতে ৭ জন মুখ্যমন্ত্রী এবং ১৩ জন উপমুখ্যমন্ত্রী হবার তালিকায় রয়েছেন। আরে বাড়ে যখন মার্চ মাসে ভোট নির্ঘণ্ট ও ঘোষণা হবে তখন লিস্ট আরো বাড়বে, তখন এদিক-ওদিক নেতারা ঝাঁপ দেবে। যারা যাব যাব করছে তারা চলে যাক। অন্যদিকে মমতা ব্যানার্জি দেখছেন, সবজিতে আলু পচে গেছে। তাই উনি পচা আলু আর ডিম ছুড়ে দিচ্ছেন। আর দিলীপ ঘোষ (Dilip Ghosh), অমিত শাহ (Amit Shah) উনাদেরকে লুফে নিচ্ছেন।

দিদি কাঁথির গদ্দার কে ছুড়ে ফেলেছেন। উনারা লুফে নিয়েছে। আমাদের দিদির দয়ায় বিজেপি বাগান সাজাতে পারছে। কেন্দ্রীয় সরকার কৃষি আইন বাতিল এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিনি। জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মন্ডল, শ্রমদপ্তর এ রাষ্ট্রমন্ত্রী সহ স্থানীয় বিধায়ক নির্মল মাঝি। বৃহস্পতিবার প্রতিবাদ সভার শুরুতে রামসদয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমতা বাস স্ট্যান্ড থেকে ভান্ডার্গাচা সভাস্থল অব্দি একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এই মিছিলে অংশ নিয়েছিলেন সুজাতা মন্ডল এবং নির্মল মাঝি।

Related Articles

Back to top button