Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চোখ থেকেও মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্র হয়ে পরেছেন, অন্যদিকে পুলিশ পালন করছে বৃহন্নলার ভূমিকা: নীলাঞ্জন রায় 

দলীয় কর্মী সমর্থকের খুনের ঘটনার প্রতিবাদে নেমে থানা ঘেরাও কর্মসূচি পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলে ডাকেন বিজেপি সাংসদ। গয়েশপুরে দলীয় কর্মী খুনের প্রতিবাদে এইদিন বালুরঘাট থানায় বিক্ষোভ করে বিজেপি…

Avatar

দলীয় কর্মী সমর্থকের খুনের ঘটনার প্রতিবাদে নেমে থানা ঘেরাও কর্মসূচি পালনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলে ডাকেন বিজেপি সাংসদ। গয়েশপুরে দলীয় কর্মী খুনের প্রতিবাদে এইদিন বালুরঘাট থানায় বিক্ষোভ করে বিজেপি কর্মীরা।

 

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এইদিন বালুরঘাট কেন্দ্রের লোকসভা সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল এবং থানায় বিক্ষোভ কর্মসূচী পালন করতে দেখা যায় বিজেপি কর্মীদের। সেখানে নিজের বক্তব্য পেশ করার সময় মুখ্যমন্ত্রীকে ধৃতরাষ্ট্র বলে সম্বোধন করেন তিনি। তবে সেখানেই শেষ নয়, পুলিশের ভূমিকা নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। এইদিন বিজেপি সাংসদ অভিযোগ করে বলেন,” চোখ থেকেও তো মুখ্যমন্ত্রী ধৃতরাষ্ট্র হয়ে গেছেন। মহাভারতের রাজা ধৃতরাষ্ট্রের মতো ভাইপোকে তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে ভুলে গিয়েছেন বাকি সাধারণ জনগণকে।”

 

এরপরই তাকে দেখা যায় পুলিশ ও প্রশাসনের কাজ নিয়ে তথা ভূমিকা নিয়ে সমালোচনা করতে। এইদিন সুকান্ত মজুমদার বলেন,”তৃণমূলের নেতার লোক হয়ে কাজ করতে আসবেন না। আর যদি সেটাই করতে হয় তবে অশোকস্তম্ভ খুলে সেখানে হাওয়াই চটি কিংবা জোড়া ফুলের সিম্বল বসিয়ে দিন। ওটাকে মাথায় বা ঘাড়ে লাগিয়ে ঘুরুন।

 

তবে এখানেই থামতে দেখা যায়নি বিজেপি নেতাকে। বালুরঘটে থানা বিক্ষোভ কর্মসূচিতে কথা বলতে গিয়ে তিনি বলেন,”চারিদিকে বিজেপির একের পর এক কর্মীকে খুন করা হচ্ছে। আর খুন করেছেন জোড়া ফুলের লোকেরাই। অথচ দেখুন, পুলিশ কিছুই করছেনা তাদের বিরুদ্ধে। পুলিশ তো বৃহন্নলার ভূমিকা পালন করছে।”

 

কেবল দক্ষিণ দিনাজপুরেই নয়, থানা ঘেরাও বিক্ষোভ পালন করা হইয় হিলিতেও। সেখানে বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপি নেতা নীলাঞ্জন রায়।

About Author