পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান শাহ খুনে গ্রেফতার করা হয়েছে বিজেপির ক্ষমতাশালী নেতা আনিসুর রহমানকে। নবমীর দিন রাত্রে বেলায় দলীয় কার্যালয়ে খুন হন কুরবান শাহ। আর এই খুনের প্রধান অভিযুক্ত ছিলেন আনিসুর রহমান। ইনি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কুরবানের বাড়ির লোক ছাড়াও তৃণমূল নেতৃত্ব অনিসুরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।
এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আনিসুরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছিল। তখনও তাকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে তখন সাতটি ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
এই খুনের পরে অনিসুরকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। অনিসুরকে খুঁজতে পুলিশ ভিন্ন রাজ্যেও পাড়ি দিয়েছিল। কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। গতকাল রবিবার রাতে মেছেদা থেকে অনিসুরকে গ্রেফতার করে পুলিশ। সূত্র থেকে জানা গিয়েছে, এই ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।