নিউজপলিটিক্সরাজ্য

বাংলাকে তৃণমূল ভাইরাস থেকে মুক্ত করতে বিজেপির নতুন হাতিয়ার বিজেপি স্যানিটাইজার, বাড়ি বাড়ি বিলির সিদ্ধান্ত

তৃণমূলের দুয়ারে দুয়ারে কর্মসূচিকে চ্যালেঞ্জ করে ভোটের আগে এভাবেই জনসংযোগে জোর দিচ্ছে বিজেপি

Advertisement

এবারে জনসংযোগের হাতিয়ার হিসেবে স্যানিটাইজারকে প্রতীক হিসেবে নিয়ে নতুন কর্মসূচি শুরু করলো বঙ্গ বিজেপি। বাংলাকে তৃণমূল ভাইরাসের থেকে মুক্ত করতে এবার দলীয় প্রতীক যুক্ত স্যানিটাইজার বিলি করা শুরু করলো বঙ্গ বিজেপি বিভিন্ন গ্রাম অঞ্চলে। আগামী মাস থেকে সমগ্র রাজ্যে এই কাজ শুরু হবে। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের এই কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ শুরু করেছে শাসকদল তৃণমূল।

বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra) বলেছেন,”স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করতে পারেননি, তাই আমরা গ্রামাঞ্চলে স্যানিটাইজার বিলি করা শুরু করবো। বাংলা কিছু নাম উন্মুক্ত করতে স্যানিটাইজার বিলি করা হবে সারা রাজ্যে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে স্যানিটাইজার এর প্যাকেট পাঠানো শুরু হয়ে গেছে। ” এই কর্মসূচি নিয়ে তৃণমূল পাল্টা কটাক্ষ করেছে বিজেপিকে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বিজেপিকে আক্রমণ করে বলেছেন,” অনুপম হাজরা যে নিজে বাড়ি সামলাতে পারেনা সে রাজ্য দেখবে কি করে। বিজেপির জীবাণুমুক্ত করবে বাংলার মানুষ। আগে নিজের পরিবার সামলান, তারপরে রাজ্য সামলাতে আসবেন।”

তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির পরে তারা শুরু করতে চলেছে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। তার আগেই রাজ্য সরকারের প্রকল্প কে চ্যালেঞ্জ করতে ভোটারদের দুয়ারে পৌঁছাতে শুরু করল বিজেপি। হাতে তাদের ছাপ যুক্ত স্যানিটাইজার। বিজেপি সূত্রের খবর, রাজ্যের গ্রামাঞ্চল এবং শহরতলীতে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই হ্যান্ড স্যানিটাইজার বিলি করবে বিজেপি কর্মীরা। প্রত্যেকটি পাউচ প্যাকেটে বিজেপির প্রতীক থাকবে। এই সম্পূর্ণ কর্মসূচির তদারকি করবেন বিজেপি নেতা অনুপম হাজরা।

Related Articles

Back to top button