Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মুখ্যমন্ত্রীর বাজেট পেশের আগে বিধানসভায় বিশৃঙ্খলা, উঠল জয় শ্রীরাম ধ্বনি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাজেট পেশের আগে বিধানসভায় তৈরি হল বিশৃঙ্খলা

Advertisement

বাজেট পেশের আগেই বাংলা বিধানসভায় তুমুল হইচই। ওয়েলে নেমে বিক্ষোভ গেরুয়া শিবিরের বিধানসভা। তারপর ওয়াক আউট করে বিজেপি। বাজেটকে বয়কট করেছে বাম এবং কংগ্রেস। আসন্ন বিধানসভা নির্বাচন। ফেব্রুইয়ারির মাঝামাঝি সময়েই ঘোষণা হতে পারে ভোটের নির্ঘন্ট। এই পরিস্থিতিতে তিন মাসের ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রীরই বাজেট পাঠের কথা। তবে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তা পাঠ করেন। তবে বাজেট পাঠের শুরুতেই তুমুল বিশৃঙ্খলা বাংলা বিধানসভায়।

বহুবার স্পিকারের হুঁশিয়ারি সত্ত্বেও হই হট্টগোল চলতে থাকে। মনোজ টিজ্ঞার নেতৃত্বে বিক্ষোভ গেরুয়া শিবিরের। মনোজ টিজ্ঞাকে বারবার হুঁশিয়ারি দেন স্পিকার। তা সত্ত্বেও বাজেট পাঠে ক্রমাগত বাধা দিতে থাকে গেরুয়া শিবির। শেষ পর্যন্ত ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। শেষ পর্যন্ত ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। বাজেট বয়কট করে বাম এবং কংগ্রেসও।

এই ঘটনায় অত্যন্ত বিরক্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এমন ব্যবহার আর কেউ যেন না করে সেই হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, “পার্লামেন্টে প্রধানমন্ত্রীর ভাষণের সময় এমন তো হয় না। এটা নিন্দনীয়।” পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ফের বাজেট পেশ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনিও উষ্মাপ্রকাশ করেন। বলছেন, “লোকসভায় আমিও গিয়েছি। আমিও কাজ করেছি। এই অবস্থা দেখিনি। ৪-৫ জন বিধায়ক মিলে এই অবস্থা। তা হলে বুঝতে পারছেন কী হতে পারে।” তারপর যদিও ফের স্বাভাবিক ছন্দে ফেরে বিধানসভা। বাজেট পেশ করতে শুরু করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button