Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“কাটমানি ও দুর্নীতিমুক্ত বাংলা গড়বে বিজেপি”, সাজেশন বক্স উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য নাড্ডার

Updated :  Thursday, February 25, 2021 10:43 PM

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য ফের বাংলা সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ “লক্ষ্য সোনার বাংলা” কর্মসূচি প্রচার ও উদ্বোধনের জন্য কলকাতায় পা রেখেছেন। তিনি বাংলার জনতাকে একটি সাজেশন বক্সে বিজেপিকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। এই কোটি কোটি পরামর্শ দিয়ে তৈরি হবে বিজেপির নির্বাচনী ইস্তেহার।

আজ উদ্বোধন করতে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, “কাটমানি ও তোলাবাজি থেকে বাংলাকে রক্ষা করতে হবে। কয়লা পাচার বন্ধ করতে হবে বাংলায়। বিজেপি বাংলায় শাসন এলে কাটমানি নেওয়া বন্ধ করে তারা বাংলার উন্নয়ন করবে। এর সাথেই তিনি স্লোগান দিয়েছেন, “নো কাটমানি, দুর্নীতিমুক্ত ও বিকাশযুক্ত বাংলা গড়ে উঠবে।”

এবারে নির্বাচনের আগে একেবারে এলইডি রথ নিয়ে মাঠে নামছে বিজেপি। এই রথ রাজ্যের ২৯৪টি আসনে ঘুরবে এবং এই রথের মাধ্যমে মানুষ তাদের অভিযোগ জানতে পারবেন। এছাড়াও তারা জানাতে পারবেন তাদের সাজেশন। এর জন্য রাখা হবে একটি সাজেশন বক্স। বৃহস্পতিবার হেস্টিংস এর সভা থেকে লক্ষ্য সোনার বাংলা কর্মসূচির সূচনা করে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। এছাড়াও এদিন তিনি একটি লক্ষ্য সোনার বাংলা নামক পুস্তিকা প্রকাশ করেন। এছাড়াও জানা গিয়েছে রাজ্যজুড়ে ১০০ টি কেন্দ্রে ৩০ হাজার সাজেশন বক্স বসানো হবে। এছাড়াও নাগরিকরা ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ দিতে পারবে।