আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠেছে। প্রায় প্রতিদিন রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন। এরইমধ্যে আজ অর্থাৎ রবিবার ধর্মতলা থেকে ফের রাজ্য সরকারকে তুলোধোনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। তিনি বলেছেন, শাসকদলের আমলে রাজ্যে চাকরি, শিক্ষা, নারী নিরাপত্তাসহ একাধিক বিষয়ে গলদ আছে। এইজন্য একমাত্র বিজেপি সরকার এলেই রাজ্যকে অপশাসন থেকে মুক্ত করতে পারবে। সেইসাথে তিনি কিছু তৃণমূল নেতা করণা ভ্যাকসিন নেওয়ার তীব্র কটাক্ষ করেছেন।
আজ অর্থাৎ ১৭ জানুয়ারি রবিবার ধর্মতলাতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন যে বিজেপি শাসনে এলে “সোনার বাংলা” তৈরি করবে তারা। এছাড়াও তিনি এদিন বলেছেন, “বর্তমানের বাংলা আমরা চাই না। যেখানে কোনো আইন নেই। আমরা এসে সোনার বাংলা তৈরি করব। সেই সোনার বাংলায় থাকবে আইন, থাকবে চাকরি এবং থাকবে নারী সুরক্ষা। রাজ্যের সমস্ত মা-বোনেরা সুরক্ষিত থাকবে। পরিবর্তনের পরিবর্তন করতে আমরা এই লড়াইয়ে লড়বো।”
এছাড়াও দিলীপ ঘোষ এদিন বহিরাগত কটাক্ষের জবাব দিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত দিয়ে বলেছেন, “ওর কাছে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি সবাই বহিরাগত। কিন্তু বাড়ির পাঞ্জাবি বউ বহিরাগত নয়।” এছাড়াও তিনি একুশের নির্বাচন প্রসঙ্গে বলেছেন, “মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছে যে তৃণমূলের দিন শেষ হয়ে এসেছে। তাই এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে মিলে বিজেপিকে ঠেকানোর চেষ্টা করছে। কিন্তু তাতে কোন লাভ হবে না। সকলের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত গেরুয়া শিবির।” সেই সাথে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, “একুশে নির্বাচনের পর বাংলার দায়িত্ব পাবে গেরুয়া শিবির। মানুষ তা এখন থেকেই বুঝিয়ে দিচ্ছে। রাজ্যবাসী বাংলায় অপশাসনের বিরুদ্ধে ফুঁসছে। মানুষ মুক্তি চায় এই অপশাসন থেকে। আর এই অপশাসনের অবসান করবে বিজেপি।”