Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

“দুই অঙ্কের আসন পেতে হিমশিম খাবে বিজেপি”, টুইটে তোপ তৃণমূল ভোট কৌশলী প্রশান্ত কিশোরের

Updated :  Monday, December 21, 2020 12:59 PM

একুশের নির্বাচনের আগে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব ক্রমশ চরমে উঠেছে। একদিকে যেমন তাপমাত্রার পারদ নামছে ঠিক অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উষ্ণতা। কেউ নির্বাচনী মাঠে অন্য দলকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। এবার নির্বাচনী যুদ্ধ নিয়ে প্রকাশ্যে প্রথমবার মন্তব্য করলেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি গেরুয়া শিবির কে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির দুই অঙ্কের আসন সংখ্যা পৌঁছাতে পারবে না।” আর প্রশান্ত কিশোর জোর গলায় বলেছে যদি তার এই কথা না মেলে তাহলে সে টুইট করা ছেড়ে দেবে।

গত শনিবার ও রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসেছিলেন। সেখানেই শনিবারের মেদিনীপুরের সভায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে ৪০ এর কাছাকাছি তৃণমূল নেতা বিজেপিতে গিয়ে যোগদান করে। তারপর থেকেই চলছে রাজনৈতিক মহলে প্রবল চাপানউতোর। শাসক দলের ভিত নাড়িয়ে দিয়ে সেদিনকার শোভা থেকে অমিত শাহ হুঙ্কার দিয়ে বলেছিলেন, “রাজ্যে বিজেপি ২০০ আসনের বেশি আসন পেয়ে জয়লাভ করবে।”

অমিত শাহের দাবির কটাক্ষ করেন তৃণমূল ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি এদিন টুইটারে টুইট করে লিখেছেন, “বিজেপিকে সমর্থনকরি মিডিয়াগুলি জনগণের মধ্যে একটি হাইপ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবে দৃশ্যটা সম্পূর্ণ অন্য। বাস্তবে বিজেপি রাজ্যের দুই অঙ্কের আসন পেতে হিমশিম খাবে।” সেই সাথে তিনি জানিয়েছেন, “আমার এই টুইটটি সেভ করে রাখুন। যদি আমার না কথা মেলে বা বিজেপি এর থেকে ভালো ফল করে তাহলে আমি টুইট করাই ছেড়ে দেবো।”

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে অনেকেই মেনে নিতে পারেনা তৃণমূল দলেরই। শুভেন্দু অধিকারী সহ একাধিক বড় মাপের নেতার তৃণমূলের সাথে দ্বন্দ্বের কারণ এই প্রশান্ত কিশোর। অনেকেই বলেছেন, “আমরা এই বয়সে এসে ওর থেকে রাজনীতি শিখবো না।” তবে তৃণমূল শীর্ষ নেতাদের পুর্ণ ভরসা আছে প্রশান্ত কিশোরের ওপর।