পঞ্চম দফার ভোট গ্রহণ শনিবার শেষ হয়ে গিয়েছে। আজ ষষ্ঠ দফার ভোট গ্রহণের আগে এবারে রবিবার রাজ্যে একাধিক কেন্দ্রে জনসভা এবং রোড শো করতে চলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে সভা দিয়ে তিনি শুরু করলেন এবং তারপর তিনি সোজা পৌঁছে গেলেন নদীয়ার নাকাশিপাড়া রোড শো করতে।
রবিবার রাজ্যে একেবারে জমজমাট প্রচার করতে এসেছেন অমিত শাহ। তার পরের গন্তব্য উত্তর ২৪ পরগনায় স্বরূপনগরে একটি সভা। তারপর তিনি যাবেন হাবরা, রোড শো করতে। সেখানে তিনি একটি সভা করবেন বলেও জানা যাচ্ছে। বর্ধমানের পূর্বস্থলী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের বিরুদ্ধে একেরপর এক তোপ দাগতে শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ভাবে বললেন, ৫ দফায় বিজেপি ১২২ আসনে ইতিমধ্যেই জয়লাভ করে গিয়েছে।
তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বললেন, “দিদি মৃত্যু নিয়ে রাজনীতি করে। ২ মে বাংলা থেকে দিদির বিদায় হবে। কাটমানি সরকারকে দূর করবে বাংলার মানুষ আর ৫ দফায় ১২২ আসনে বিজেপিকে জয়লাভ করাতে চলেছে বাংলার মানুষ।”
পূর্বস্থলী থেকে তিনি সরাসরি চলে গেলেন জামালপুরে। সেখানে গিয়ে তৃণমূল নেত্রীকে নিশানা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “মুখ্যমন্ত্রী শীতলকুচি মৃতদের নিয়ে রাজনীতি করছেন। ভোটের প্রথম পাঁচ দফায় কিছু করতে পারেনি তৃণমূলের গুন্ডারা। তাই দিদি হতাশায় ভুগছেন। আমি প্রার্থনা করছি যেন ২ মের আগে মমতা ব্যানার্জির পা ঠিক হয়ে যায় এবং তিনি পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিতে যেতে পারেন।”