মুখ্যমন্ত্রীর অত্যন্ত পছন্দের রং হলো নীল সাদা। আর এবারে আনুষ্ঠানিকভাবে কলকাতায় শুরু হল সেই নীল সাদা অটোর অধ্যায়। আপাতত দুটো নীল সাদা অটো দিয়ে কলকাতায় যাত্রা শুরু করলো নতুন ব্যাটারি চালিত পরিবেশবান্ধব ই-অটো। এই অটো চালালেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, হরিয়ানায় তৈরি হয়েছে এই লিথিয়াম ব্যাটারি চালিত অটো। যে লিথিয়াম ব্যাটারি তৈরি হয়েছে সিঙ্গুরের হিমাদ্রি কেমিক্যাল কারখানায়। আগের অটোর থেকে এই অটো অনেকটাই বেশি স্বাচ্ছন্দের। এই অটোতে পিছনে বসার জায়গাটা অনেকটা চওড়া। ফলে এই অটো যাত্রীদের জন্য অনেকটা আরামদায়ক।
সংশ্লিষ্ট মহল মনে করছে, এই নীল সাদা অটো নিয়ে আসার ফলে এক ঢিলে তিন পাখি মারতে পারবে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী গোটা শহরকে নীল সাদা রঙে মুড়ে দিতে চাইছেন। সেইটা হবে। তার সঙ্গে অটো রঙের সামঞ্জস্য থাকবে। পাশাপাশি এলপিজি বা অন্যান্য জ্বালানিতে চলা অটো থেকে যে কার্বন নির্গত হয় তা বন্ধ হয়ে যাবে।
তবে সব থেকে বড় মাস্টার স্ট্রোক হল,এবারে দূরে তারপরে বুঝতে পারা যাবে শহরের বুকে চলা লাখ খানেক অটোর মধ্যে কোনটা বৈধ এবং কোনটা অবৈধ। কারণ শুধুমাত্র বৈধ পারমিট থাকা অটোকে পুরনো অটোর বিনিময়ে স্বল্প সুদের ঋণে নতুন অটো দেওয়া হবে। যারা বৈধ পারমিট গ্রহণ করেননি তারা এমনিতেই এই অটো পাওয়ার আবেদন জানাতে পারবেন না। পরিবহন মন্ত্রী বলছেন, পরীক্ষামূলকভাবে আপাতত শহরের উত্তর এবং দক্ষিণ অংশে দুটি অটো চলবে। তারপর নির্মাতা সংস্থার কাছে টেন্ডার পাঠাবে অটো বিক্রয়কারী ডিলাররা।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’